এই জীবনের চাওয়া পাওয়ার শেষ নেই। দুঃখ এবং কষ্ট মনে রাখার নামই হল জীবন। জীবনে সুখটা ক্ষণস্থায়ী। জীবনে যা–ই পেতে চান না কেন, আগে জানতে হবে আপনি ঠিক কী চান? আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনার জীবনে কোন কাজটি করা সবচেয়ে জরুরি। কিসের জন্য মানুষ আপনাকে মনে রাখবে সেটা আপনার সিদ্ধান্ত। আগের অধ্যায় বার বার পড়তে থাকলে পরের অধ্যায়ে এগিয়ে যাওয়ার কোনও সম্ভাবনাই নেই।
ভালো কিছু থেকে সফল না হওয়া মানে জীবন ধ্বংস হওয়া নয়, হয়তোবা আপনি আরও ভালো কিছুর দিকে এগিয়ে যাওয়ার রাস্তায় আছেন। আপনি কিন্তু চাইলেও পেছনে যেতে পারবেন না, আপনাকে সামনে এগিয়ে যেতে হবেই রাস্তা যেমনই হোক না কেনো। যতক্ষণ না আপনি অতীতকে ভুলে যাচ্ছেন, যতক্ষণ না আপনি ক্ষমা করতে পারছেন, যতক্ষণ না আপনি মেনে নিচ্ছেন অতীত পার হয়ে গেছে ততক্ষণ আপনি নিজের এগিয়ে যাওয়ার ক্ষমতাকে কাজে লাগাচ্ছেন না। সমস্যা আপনাকে থামিয়ে দেয়ার জন্য আসে না, সে আসে যাতে করে আপনি নতুন পথ খুঁজে পান। যারা শুদ্ধ বিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যায়, তারা একদিন সবকিছুই ঠিক হতে দেখে। মনে রাখবেন গতকালকের দিনটা যেন আপনার আজকের দিনটার ক্ষতি করতে না পারে। ভবিষ্যতের দিকে এগিয়ে যান, অতীতের সবকিছুর জন্য কৃতজ্ঞ বোধ করেন।