মাইজভাণ্ডার দরবার শরীফে শাহ্সূফী আল্লামা সাইয়্যিদ মইনুদ্দীন আহমদ আল্-হাসানী ওয়াল হোসাইনীর (ক.) ১০ম বার্ষিক ওরশ গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে সভাপতির বক্তব্যে মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন মাওলানা সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (মা.জি.আ.) বলেন, মাইজভাণ্ডার শরীফ আধ্যাত্মিক প্রাণকেন্দ্র। জাতিধর্ম নির্বিশেষে সকলের মিলনকেন্দ্র এ দরবার। অসীম আধ্যাত্মিক শক্তির মাধ্যমে সর্বস্তরের ফরিয়াদি মানুষের কল্যাণে আজীবন নিবেদিত ছিলেন শাহ্সূফী আল্লামা সাইয়্যিদ মইনুদ্দীন আহমদ আল্-হাসানী (ক.)। মাহফিলে বিশেষ অতিথি ছিলেন শাহ্জাদা সাইয়্যিদ মইনুদ্দীন, শাহ্জাদা সাইয়্যিদ মাশুক-এ-মইনুদ্দীন, শাহ্জাদা সাইয়্যিদ হাসনাইন-এ-মইনুদ্দীন আল্-হাসানী ওয়াল হোসাইনী আল্-মাইজভাণ্ডারী (মা.জি.আ.), কবীর চৌধুরী, শাহ্ মুহাম্মদ আলমগীর খান মাইজভাণ্ডারী। আলোচক ছিলেন অ্যাডভোকেট কাজী মহসীন চৌধুরী, বোরহান উদ্দিন মাইজভাণ্ডারী, কাজী মুহাম্মদ শহীদুল্লাহ, সাহাবুদ্দিন বাচ্চু, আব্দুল মান্নান, মুহাম্মদ আসলাম হোসাইন, মাওলানা মুফতি খাজা বাকী বিল্লাহ আল আজহারী, শাহ্ মোহাম্মদ ইব্রাহিম মিয়া, মাওলানা ইসমাইল হোসেন সিরাজী, মাওলানা বাকের আনসারী, মাওলানা নঈম উদ্দিন, মাওলানা এইচএম মাকসুদুর রহমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।