হোটেল দি কক্স টুডে’র ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল কৈয়ুম চৌধুরী বলেছেন, মানুষের কল্যাণে কাজ করা আমার ব্যবসায়িক ও রাজনৈতিক প্রধান লক্ষ্য। চট্টগ্রাম প্রেস ক্লাবের বিভিন্ন কর্মকাণ্ডে আগে থেকেই সম্পৃক্ত ছিলাম। আজীবন সদস্যপদ লাভের মাধ্যমে আমিও চট্টগ্রাম প্রেস ক্লাব পরিবারের সদস্য। এই প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় আগামীতে নিজেকে আরো বেশি নিয়োজিত রাখবো।
গতকাল মঙ্গলবার চট্টগ্রাম প্রেস ক্লাবের পিএইচপি ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজার সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক।
যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ারের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন, ক্লাবের সিনিয়র সহসভাপতি চৌধুরী ফরিদ, কার্যকরী সদস্য জসীম চৌধুরী সবুজ এবং প্রবীণ সাংবাদিক এম নাসিরুল হক। শুরুতে অতিথিকে প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এরপর মো. আবদুল কৈয়ুম চৌধুরীর জীবনবৃত্তান্ত উপস্থাপন করেন ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম। মুনাজাত পরিচালনা করেন প্রবীণ সদস্য স ম ইব্রাহীম।
এ সময় উপস্থিত ছিলেন – সহসভাপতি মনজুর কাদের মনজু, সাবেক সাধারণ সম্পাদক ফারুক ইকবাল, সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন হায়দার, ক্রীড়া সম্পাদক সরওয়ারুল আলম, গ্রন্থাগার সম্পাদক কুতুব উদ্দিন, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক আল রাহমান, কার্যকরী সদস্য মো. আইয়ুব আলী ও মঞ্জুরুল আলম মঞ্জু, হোটেল কঙ টুডে’র হেড অব সেল্স মোহাম্মদ সাইফ, স্থায়ী সদস্য নির্মল চন্দ্র দাশ, স্বপন কুমার মল্লিক, এম নাসিরুল হক, জেড এম এনায়েতউল্লাহ, মোহাম্মদ শামসুল হক, আসিফ সিরাজ, আবু জাফর মো. হায়দার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।