মানুষকে ভালোবাসতে পারলেই সমাজের সর্বাঙ্গীন মঙ্গল সম্ভব

আলোর দিশারি স্মারক বক্তৃতানুষ্ঠান

| সোমবার , ১৬ মে, ২০২২ at ৩:৩৮ পূর্বাহ্ণ

সমাজ বিনির্মাণে দরকার নির্মোহ চিত্তের সাথে সুশিক্ষার সম্মিলন। অসুস্থ প্রতিযোগিতার অস্থির এ সময়ে নির্মোহ চিত্তের প্রজন্ম গড়ে তুলতে হলে মানবিক ও কল্যাণকর শিক্ষার বিকল্প নেই। আর এ শিক্ষা নিশ্চিতে শুধু প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল থাকলে চলবে না, পুরো সমাজকেই এক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে হবে।
গতকাল রোববার চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে আলোর দিশারি স্মারক বক্তৃতানুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানাধীন চরখাগরিয়া গ্রামের উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাওয়া একদল জনহিতৈষী ব্যক্তিবর্গের কাজ ও জীবন দর্শনের উপর আলোচনার জন্য চরখাগরিয়া জনকল্যাণ পরিষদের উদ্যোগে ব্যতিক্রমী এ বক্তৃতানুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, অতীতে শুধু প্রতিষ্ঠান নয়, দলগতভাবে সবাই শিক্ষকের ভূমিকায় অবতীর্ণ ছিলেন বলে গ্রামে/সমাজে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সুশৃঙ্খল সমাজ কাঠামো গড়ে উঠেছে। সামাজিক অনুশাসনই হয়ে ওঠেছিল সমাজ নিয়ন্ত্রের অন্যতম হাতিয়ার। কিন্তু বর্তমানে ‘আত্নকেন্দ্রিক’ মন-মানসিকতার কারণে দলবদ্ধ সমাজের অনুশাসন প্রায় হারিয়ে যেতে বসেছে। ফলে সমাজের সব ক্ষেত্রে দেখা যাচ্ছে দুর্বৃত্তায়ন ও বিশৃঙ্খলা। এ অবস্থা উত্তরণের জন্য সমাজের শিক্ষিত ও অগ্রসর চিন্তার মানুষদের এগিয়ে আসতে হবে। মানুষকে ভালবাসতে হবে হৃদয় দিয়ে, বের হয়ে আসতে হবে সব রকমের সংকীর্ণ ও ক্ষুদ্র চিন্তার গন্ডী থেকে, তবেই কেবল সমাজের সর্বাঙ্গীণ মঙ্গল করা সম্ভব। ডা. এম. এ. কাশেমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. আনোয়ারুল আজিম আরিফ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদক প্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক ও কবি আবুল মোমেন। অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও সরকারি কর্মকর্তা বাদল সৈয়দ এবং চরখাগরিয়া খাদিম আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম। চরখাগরিয়া জনকল্যাণ পরিষদের আহ্বায়ক মোহাম্মদ ইউছুফ কর্তৃক মূল প্রবন্ধ উপস্থাপনের পর আলোচনায় অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন অনুষদের সাবেক ডিন অধ্যাপক মোর্শেদ মাহমুদ খাঁন, স্যোশাল ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফোরকানুল্লাহ, চট্টগ্রাম মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. সাখাওয়াত মাহমুদ খান, আনোয়ারা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রিদুওয়ানুল হক, আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল এর প্রধান শিক্ষক মোহাম্মদ শফিউল ইসলাম আলমগীর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ ইয়াকুব প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসম্প্রীতিময় সমাজ গঠনে সবার ভূমিকা অপরিহার্য
পরবর্তী নিবন্ধজামিনে মুক্ত হয়ে মোটরশোভাযাত্রা বাদীকে হুমকি