আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি বলেছেন, মানুষ হিসেবে উন্নত হতে হলে জ্ঞানার্জনের বিকল্প নেই। ইসলামের জ্ঞান যে ভাষাতেই হোক তা অর্জন করতে হবে। বিদেশী ভাষার বুজুর্গদের অবদানেই আমাদের দেশে ইসলামের প্রসার হয়েছে। তিনি গত বুধবার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কেন্দ্রীয় মিলনায়তনে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের পক্ষ থেকে লন্ডনের আলাউদ্দিন সিদ্দিকী ট্রাস্টের পৃষ্ঠপোষক আল্লামা মুহাম্মদ নূর-উল আরফিন সিদ্দিকীর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন আইআইইউসি’র উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ। বক্তব্য রাখেন উপ উপাচার্য প্রফেসর ড. মছররুরুল মওলা, প্রফেসর ড. মুহাম্মদ হুমায়ুন কবির, উবায়দুর রহমান খান নদভী, মুহাম্মদ শফিউর রহমান, প্রফেসর ড. শাকের আলম শওক ও আমিন নদভী। প্রেস বিজ্ঞপ্তি











