বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী পিতা সাবেক মন্ত্রী মরহুম মাহমুদুন্নবী চৌধুরী ও মাতা মরহুমা মেহেরুন্নেসা চৌধুরীর কবর জিয়ারতের মাধ্যমে তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উত্তর কাট্টলির নাজির বাড়ি সংলগ্ন বাবা–মায়ের কবর জেয়ারত শেষে তিনি ২৯ নম্বর ওয়ার্ড কদমতলী থেকে গণসংযোগ শুরু করেন। বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ তার সঙ্গে গণসংযোগে অংশ নেন।
এ সময় আমীর খসরু বলেন, ধানের শীষের জোয়ার শুরু হয়েছে, জনগণের ঢল নেমেছে রাস্তায়। মানুষ এর জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছে। সবচেয়ে জনপ্রিয় দল হিসেবে বিএনপি জনগণের পাশে দাঁড়িয়েছে। এখন মানুষ বিএনপির ত্যাগের প্রতিদান দিচ্ছে, জনগণ আমাদের পাশে দাঁড়িয়েছে। ১৬–১৭ বছর বিএনপির নেতাকর্মীরা গুম–খুন, জেলে নির্যাতনের শিকার হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের যে ত্যাগ তার প্রতিদান বাংলাদেশের মানুষ আজকে দিচ্ছে।
নির্বাচনী প্রচারণার প্রথম দিন আমীর খসরু মাহমুদ চৌধুরী কদমতলী মোড় হয়ে মাদারবাড়ি ডিটি রোড, ২ নম্বর গলি, জুগিচাদ মসজিদ লেইন, মাঝির ঘাট স্টেশন কলোনি, আইস ফ্যাক্টরি রোড, নালাপাড়া, পুরানো কাস্টম, মালুম মসজিদ এলাকাসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম সাইফুল আলম, শওকত আজম খাজা, মহানগর বিএনপির সদস্য মো. সালাউদ্দিন, মশিউল আলম স্বপন, জয়নাল আবেদীন, বিএনপি নেতা কাউসার হোসেন বাবু, খোরশেদ আলম, মোহাম্মদ জাহেদ, কামরুন নাহার লিজা, মোহাম্মদ ইলিয়াস, আজিজুর রহমান বাদল, তসলিম উদ্দিন, মোহাম্মদ শাহজাহান, জামাল উদ্দিন জসিম, জিয়াউর রহমান জিয়া, যুবদল নেতা রাশেদ, নুর খান, লিটন, আরাফাত, মুন্না, জুয়েল, রাব্বি প্রমুখ।












