মহানগর বিএনপি’র আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, দীর্ঘ এক যুগের অধিক সময় এই দেশের মানুষ কথা বলার অধিকার হারিয়ে ফেলেছে। ভোট সেন্টারে যাওয়ার পথ ভুলে গেছে, কিভাবে ভোট দিবে নতুন প্রজন্ম জানেনা। তাই দেশের মানুষ এই সরকারের অধীনে কোনো নির্বাচন চায় না। তারা চায় সুষ্ঠু, নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের অধীনে একটি গ্রহণযোগ্য নির্বাচন। তিনি গতকাল বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির লক্ষ্যে মহিলা দল আয়োজিত লালখান বাজার ওয়ার্ডের দুস্থ মহিলাদের মাঝে ত্রাণ বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।মহানগর মহিলা দলের সভানেত্রী মনোয়ারা বেগম মনির সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, কামরুল ইসলাম, মারিয়া সেলিম, নাসরিন বাপ্পি মিনু, গুলজার বেগম, আলতাজ বেগম, রুমা আক্তার, হাসিনা বেগম, শাহনাজ বেগম, মনি, বকুল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।










