মানুষ ছুটছে গ্রামে

মাঝখানে একদিন ম্যানেজ করা গেলে আজ থেকে ৯ দিন ছুটি

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৯ এপ্রিল, ২০২২ at ৭:৫৪ পূর্বাহ্ণ

এবার ঈদে অন্তত বিশ লাখ মানুষ শহর ছাড়ছে। সরকারি এবং বেসরকারি বিভিন্ন অফিসে আজ শুক্রবার থেকে ছুটি শুরু হয়েছে। মাঝখানে একদিন ম্যানেজ করে অনেকেই ৯ দিনের ছুটিতে শহর ছাড়তে শুরু করেছেন। তবে গতকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের এক নির্দেশনায় বলা হয়, ঈদ উপলক্ষে ব্যবসা বাণিজ্যে বাড়তি লেনদেন হচ্ছে, ফলে ব্যাংকে নগদ টাকার জমা ও উত্তোলন বেড়েছে। এ প্রেক্ষিতে সবার সুবিধার্থে শনিবার সীমিত লোকবল নিয়ে সারাদেশে সীমিত পরিসরে ব্যাংক খোলা থাকবে।
চাঁদ দেখার উপর নির্ভর করছে ঈদ। আগামী ২ মে সোমবার অথবা ৩ মে মঙ্গলবার ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। ঈদের ছুটি শুরু হবে আগামী ১ মে রোববার থেকে। এতে করে আজ এবং কালকের সাপ্তাহিক ছুটির সাথে আগামী ৪ মে বুধবার পর্যন্ত ঈদের ছুটি। ৫ মে বৃহস্পতিবার অফিস আদালত খোলা থাকলেও পরদিন থেকে আবারো দুইদিনের সাপ্তাহিক ছুটি। অনেকে ৫ মে বৃহস্পতিবারের ছুটি ম্যানেজ করেছেন। বেসরকারি বহু প্রতিষ্ঠান এবং কোম্পানি ৫ মে অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়ে কর্মচারী কর্মকর্তাদের ছুটি প্রদান করেছে। এতে করে ওই সব প্রতিষ্ঠানের কর্মীরা টানা ৯ দিন ঈদের ছুটি পেয়েছে। অপরদিকে যেসব প্রতিষ্ঠান ৫ মে ছুটি দেয়নি সেখানের কর্মীরা নিজেদের মতো করে ম্যানেজ করে নিয়েছেন। এতে এবার বহু মানুষই ৯ দিনের ঈদের ছুটি উপভোগ করবেন।

করোনকালে দুই বছর মন ভরে ঈদ করতে না পারা হাজার হাজার মানুষ উৎসবের মেজাজে গ্রামে ফিরতে শুরু করেছেন। শহর থেকে বিশ লাখেরও বেশি মানুষ এবার ঈদ করতে গ্রামে যাবেন বলেও সূত্র জানিয়েছে। এই বিপুল সংখ্যক মানুষ সড়ক নৌ এবং রেলপথ ধরে ইতোমধ্যে গ্রামে ফিরতে শুরু করেছেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রিয়ম গ্রেপ্তার, নজরদারিতে আরো কয়েকজন
পরবর্তী নিবন্ধআগামীকাল ব্যাংক খোলা