তোমার সাথে খায়
তোমার সাথে ঘুরে
তোমার বিরুদ্ধে গায়
নির্বাচন আসলে তবে
তারা গোপনে বিরুদ্ধে লড়ে
তখন মানুষ চেনা দায়।
অতি আপন মানুষটিও
গোপনে নাড়ে কাঠি
আপন সেজে জেনে নেয়
সব তথ্যের খুঁটিনাটি।
আপন মানুষ পর হয়ে যায়
শত্রুরা সব মজা খায়
কমে যায় শুভাকাঙ্ক্ষীর সংখ্যা
আপন যারা গোপনে লড়ে
সর্বনাশ করবে তারাই,
এইটাই করি আশংকা।