মানুষ ঘুরে দাঁড়িয়েছে, এখনই পদত্যাগ করুন : ফখরুল

| রবিবার , ১৭ সেপ্টেম্বর, ২০২৩ at ৭:২৩ পূর্বাহ্ণ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। সরকার তাদের ইচ্ছামতো ডিসিওসি নিয়োগ দিয়েছে। সব জায়গায় সরকারের মদদপুষ্ট কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে।

গতকাল শনিবার বিকালে দিনাজপুর ট্রাক স্ট্যান্ডে তারুণ্যের রোডমার্চ পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফখরুল বলেন, বিরোধী দলকে হয়রানি করার জন্য মামলা দেওয়া হচ্ছে। ঢাকায় প্রতিদিন হাজার হাজার নেতাকর্মী আদালতে হাজিরা দিচ্ছেন।

তিনি বলেন, আমাদের একটাই দাবি, শেখ হাসিনার পদত্যাগ। তাই সরকারকে অনুরোধ জানাব, সময় থাকতে এখনই পদত্যাগ করুন। আজ সারা দেশের মানুষ জেগে উঠেছে। এই আন্দোলনের মাধ্যমে আমরা দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করব। খবর বাংলানিউজের।

বিএনপির মহাসচিব বলেন, এ সরকারের অধীনে কখনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। এ সরকার নির্বাচিত সরকার নয়। তারা জোর করে ক্ষমতায় টিকে আছে। তারা আবারও একটি নির্বাচন করতে চায়, যেমন ২০১৪ এবং ২০১৮ সালে করেছিল। এবারও ভোট ছাড়া একইভাবে ক্ষমতায় যাওয়ার পাঁয়তারা করছে। কিন্তু এবার আর সেটা হবে না। বাংলাদেশের মানুষ ঘুরে দাঁড়িয়েছে। তারা পরিষ্কার করে বলছে, আপনার ওই জারিজুরি চলবে না। এবার আর বোকা বানানো যাবে না।

তিনি বলেন, সমস্ত রাজনৈতিক দল একত্রিত হয়েছি। বামফ্রন্ট, ইসলামী জোট সবার দাবি একটাই, এই সরকারের অধীনে কোনো নির্বাচন নয়।

মির্জা ফখরুল বলেন, আজকে বিচার ব্যবস্থা সম্পূর্ণ দলীয়করণ করা হয়েছে। খালেদা জিয়াকে একইভাবে সাজা দেওয়া হয়েছে। তারেক রহমানকেও একইভাবে সাজা দিয়ে নির্বাসনে পাঠানো হয়েছে। তিনি বলেন, সরকারের আচরণে আজকে দেশের বাইরে থেকে বলা হচ্ছে, আগের দুটি নির্বাচনের মতো নির্বাচন হলে চলবে না। একটি গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন হতে হবে।

পূর্ববর্তী নিবন্ধ৫ মিনিটের পথ যেতে ৪ ঘণ্টা!
পরবর্তী নিবন্ধচট্টগ্রামসহ ১২ জেলায় বয়ে যাচ্ছে তাপপ্রবাহ