মানু ভাকেরের হাত ধরে প্যারিস অলিম্পিকে প্রথম পদক পেল ভারত

স্পোর্টস ডেস্ক | সোমবার , ২৯ জুলাই, ২০২৪ at ১১:০৩ পূর্বাহ্ণ

প্রথম নারী হিসেবে শুটিংয়ে ভারতকে অলিম্পিক পদক এনে দিলেন মানু ভাকের। প্যারিস অলিম্পিকে ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন তিনি। তার পয়েন্ট ছিল ২২১.৭। গত টোকিও অলিম্পিকে পিস্তলে ত্রুটি থাকার কারণে লড়াই করতে পারেননি মানু। কিন্তু এবার ঠিকই পদক আদায় করে নিলেন তিনি। এই ইভেন্টে অলিম্পিক রেকর্ড গড়ে স্বর্ণ জিতেছেন দক্ষিণ কোরিয়ার ওহ ইয়ে জিন (২৪৩.২ পয়েন্ট)। রুপা জিতেছেন তারই স্বদেশি কিম ইয়ে জি। তার থেকে ০.১ পয়েন্ট দূরে থাকায় ফাইনালে উঠতে পারেননি মানু। এনিয়ে ১২ বছর পর শুটিংয়ে পদকের দেখা পেল ভারত। সবশেষ ২০১২ লন্ডন অলিম্পিকে ছেলেদের ২৫ মিটার র‌্যাপিড ফায়ার পিস্তল ইভেন্টে রুপা জিতেন বিজয় কুমার। একই আসরে ১০ মিটার এয়ার রাইফেলে ব্রোঞ্জ জেতেন গগণ নারাং। এর আগে ২০০৮ বেইজিং অলিম্পিকে ১০ মিটার এয়ার রাইফেলে স্বর্ণ জিতেছিলেন ভারতের অভিনব বিন্দ্রা। ২০০৪ এথেন্স অলিম্পিকে প্রথম ভারতীয় হিসেবে শুটিংয়ে (ডাবল ট্রাপ) পদক (রুপা) জিতেছিলেন রাজ্যবর্ধন সিং রাঠৌড়।

পূর্ববর্তী নিবন্ধবাদ পড়তে পড়তে স্বর্ণ জিতলেন জাপানের জুডোকার নাতসুমি তুনোদা
পরবর্তী নিবন্ধনারী এশিয়া কাপের প্রথম শিরোপা শ্রীলংকার