পৃথিবীর প্রতিটি প্রাণের জন্য সমান মায়া। হোক তা গৃহপালিত বা বন্য প্রাণী, তুলসি গাছ বা তেঁতুল গাছ। প্রতিটি মানুষের জন্য সমান মায়া এদেশের অথবা ওদেশের। সকল ধর্মের মানুষের জন্য সমান ভালোবাসা। একটা প্রাণ আমরা তৈরী করতে পারিনা, তাহলে মরে গেলে আনন্দ কেন খুঁজি? আমার রক্তের, পরিবারের, বংশের কেউ কষ্টে পড়লে তার জন্য কষ্ট হবে আর কারো জন্য মায়া হবে না, ভালোবাসা জাগবে না, তা মনে কেন হবে? নিজে ভালো থাকলেই ভালো থাকা বলে না। পৃথিবীর সব প্রাণ ভালো থাকবে, সুস্থ থাকবে তবেই শান্তি, সুখ। কারো দ্বারা কারো ক্ষতি না হোক, কেউ অভুক্ত না থাকুক এমন পৃথিবী গড়ে উঠুক। আধুনিক বিজ্ঞানের যুগে পুরানো ধ্যান, ধারণা থেকে বের হতে হবে। গোঁড়ামি থেকে বের হতে হবে। আমাদের মানসিকতা বদলাতে হবে। আমরা সৃষ্টির সেরা জীব অন্তত এটা প্রমাণের জন্য হলেও আমাদের মানসিকতা পরিবর্তন দরকার -খুব দরকার।