ডিআইজি আমেনা বেগম বলেছেন, আমরা যদি মানসিক ভারসাম্যহীন মানুষদের সবসময় সার্বিকভাবে সহযোগিতা করি এবং তাদের যত্ন নেই তাহলে তারাও সাধারণ মানুষের মতো সুন্দর জীবনযাপন করতে পারবে। গতকাল মানসিক ভারসাম্যহীন ভবঘুরেদের জীবনমান উন্নয়নে কাজ করা সংগঠন ‘লাভ ফর লুনেটিক্স’ নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। তিনি এ সংগঠনকে প্রশাসনিক যে কোন সাহায্য সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলমগীর বাদশার নেতৃত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আমিনুল হক বাবু, আসাদুজ্জামান খান, চৌধুরী রিয়াদ, লায়ন মোহাম্মদ ইব্রাহিম, লায়ন ডা. মেজবাহ উদ্দিন তুহিন, ইয়াকুব মিঞা, মো. ইলিয়াছ, মোহাম্মদ আলী, আবুল কাসেম, রফিকুল ইসলাম, নাছির উদ্দিন মজুমদার, জান্নাতুল ফেরদৌস, মো. সাজ্জাদুর রহমান চৌধুরী সুমন, ফারজানা আফরোজ আলম জেনিফার, মাহমুদা খানম নরিন, দিলশাদ আলমগীর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।