মানসম্পন্ন খাদ্য উৎপাদন ও পরিবেশন নিয়ে আলোচনা সভা

সিজল প্রতিষ্ঠার ২৭ বছর

| মঙ্গলবার , ৯ জুলাই, ২০২৪ at ৯:২৯ পূর্বাহ্ণ

সিজলএর প্রধান কার্যালয়ে পরিচালক ইঞ্জিনিয়ার মো. সাউদ কোরেশীর সভাপতিত্বে আমাদের প্রতিশ্রুতগুণগত মান সম্পন্ন খাদ্য উৎপাদন ও পরিবেশন শীর্ষক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি, মুখ্য আলোচক এবং বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে সিজল চেয়ারম্যান লায়ন মো. নুরুল আলম, ব্যবস্থাপনা পার্টনার মো. শহিদ উল্ল্যা কোরেশী ও পরিচালক ড. মো. মনজুর আলম। সভায় আরো উপস্থিত ছিলেন সিজলএর সকল ইউনিটের বিভাগীয় কর্মচারীকর্মকর্তাবৃন্দ।

শুরুতে পরিচালক ড. মো. মনজুর আলম বলেন, সিজল প্রায় ২৭ বছর ধরে সামাজিক, রাষ্ট্রীয় দায়িত্ববোধ থেকে সর্বদায় মানসম্মত খাবার উৎপাদন ও পরিবেশন করে আসছে এবং আগামীতে তার ধারাহিকতা বজায় রেখে আরো বৃহৎ কর্মকাণ্ডের যুক্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সিজল ব্যবস্থাপনা পার্টনার মো. শহিদ উল্ল্যা কোরেশী বলেন, আমরা এদেশের সন্তান, এদেশকে ভালবাসা আমাদের পবিত্র দায়িত্ব। এদেশের প্রতিটি প্রতিষ্ঠান এবং সকল পেশার মানুষ যদি সততার সাথে তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে তাহলে বাংলাদেশ একদিন ক্ষুধা এবং দারিদ্র্যমুক্ত হবেই। বিশ্বে উন্নত রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে হলে সকলকে একসাথে দুর্নীতিকে না বলে এবং অপচয়কে বিভিন্ন সেক্টরে প্রতিরোধ গড়ে তুলে তাহলে আমাদের স্বপ্নের বাংলাদেশ একদিন সোনার বাংলায় রূপান্তরিত হবে। তাই তিনি সিজল এর সকল কর্মকর্তাকে দুর্নীতিকে না বলার অভ্যাস এবং অপচয় না করার শপথ নেওয়ার অঙ্গীকার করান।

প্রতিষ্ঠার ২৭ বছর শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি এবং সিজল এর চেয়ারম্যান লায়ন মো. নূরুল আলম বলেন, সমাজ সেবার ব্রতী নিয়ে সিজল ১৯৯৭ইং সালে যে কার্যক্রম শুরু করেছে তা আজ যে হারে বেগবান হয়েছে তার ধারাবাহিকতা ধরে রেখে ভোক্তার অধিকার রক্ষায় আরো সচেষ্ট হওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।

সভায় আরো বক্তব্য দেন, সিজলের নির্বাহী পরিচালক জিল্লুর রহমান, জেনারেল ম্যানেজার মো. মজিবুর রহমান, এজিএম সেলস অ্যান্ড মার্কেটিং মো. নজরুল ইসলাম রাসেল, ম্যানেজার মো. মেহেদী হাসান বাপ্পী, উৎপাদন বিভাগের এজিএম মো. শাহীন, সিনিয়ার ম্যানেজার মো. মিজানুর রহমান, ম্যানেজার মো. আরিফুর রহমান, কাজী আনিসুর রহমান, কাজী আরাফাত রহমান, উত্তম কুমার, কাজী মো. আবু তৈয়ব, মো. নুরুল আমিন এবং বিভিন্ন বিভাগীয় প্রধানদের মধ্যে মো. হাফিজুর রহমান, শমির কান্দি, মো. আবু বক্কর, মো. জামাল হোসেন, মো. জামাল উদ্দিন, মো. আনোয়ার হোসেন এবং সেলস সেন্টারের প্রতিনিধিদের মধ্যে মো. জাহিদুল আলম, মো. নাজমুল হোসেন। মিলাদ মাহফিল পরিচালনা করেন কোম্পানি নিয়মিত হাফেজ মো. আবু তৈয়ব প্রমুখ।

সভাপতি ইঞ্জিনিয়ার মো. সাউদ কোরেশী আলোচনা সভায় অংশগ্রহণকারী কর্মকর্তাদের আরো নিষ্ঠা ও সততার সাথে কর্মকাণ্ড পরিচালনা করার জন্য অনুরোধ জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআইআইইউসির ইংরেজি বিভাগের মাস্টার্স প্রোগ্রামের ওরিয়েন্টেশন
পরবর্তী নিবন্ধবিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু