ঐক্যবদ্ধভাবে মানবিক সমাজ বিনির্মাণে আত্মনিয়োগের আহ্বান জানিয়েছেন পিডিজি লায়ন এম এ মালেক। তিনি বলেন, ঐক্যের শক্তি অসীম, যা যেকোনো একক ব্যক্তির শক্তির চাইতে বেশি, যদিও তিনি অনেক শক্তিশালী হোন। তিনি লায়ন্স সদস্যদের সেই চমৎকার শক্তিকে কাজে লাগিয়ে মানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান। গতকাল সোমবার জামালখানস্থ চিটাগং সিনিয়র্স ক্লাবে জরুরি বোর্ড সভায় তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের প্রেসিডেন্ট রেবেকা নাসরীন। আগামী ১৭ মে অনুষ্ঠিতব্য ক্লাবের ৬৭তম চার্টার নাইট উদযাপন কমিটির চেয়ারম্যান লায়ন নিশাত ইমরানের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে বোর্ড সভার কার্যক্রম শুরু হয়।
সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য দেন, লায়ন্স জেলা ৩১৫বি৪ বাংলাদেশের প্রাক্তন জেলা গভর্নর লায়ন ডা. শ্রীপ্রকাশ বিশ্বাস, পিডিজি লায়ন কামরুন মালেক এবং লায়ন্স ক্লাব অব চিটাগং মনোনীত দ্বিতীয় ভাইস জেলা গভর্নর পদপ্রার্থী লায়ন রাজিব সিনহা। চার্টার নাইটসহ ক্লাব পরিচালনা বিষয়ে ক্লাবের প্রাক্তন সভাপতিদের মধ্যে বক্তব্য দেন, সিনিয়র গভর্নর এডভাইজার লায়ন সিলভাস্টার বার্নাডেট ও লায়ন নুরুল আলম, রিজিয়ন চেয়ারপার্সন হেডকোয়ার্টার ও প্রাক্তন কেবিনেট সেক্রেটারি লায়ন গোপালকৃষ্ণ লালা, রিজিয়ন চেয়ারপার্সন হেডকোয়ার্টার ও প্রাক্তন কেবিনেট ট্রেজারার লায়ন তপন কান্তি দত্ত ও লায়ন মোসলেহ উদ্দিন খান, রিজিয়ন চেয়ারপার্সন হেডকোয়ার্টার লায়ন মো. ইসমাইল চৌধুরী, লায়ন গোপাল ভট্টাচার্য, লায়ন ডা. মেসবাহউদ্দিন তুহিন, কনসার্ন রিজিয়ন চেয়ারপার্সন লায়ন আবু নাসের রনি, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন স্বপন কুমার পালিত, লায়ন সাধন কুমার ধর, কনসার্ন জোন চেয়ারপার্সন লায়ন এম সোহেল খান, সদ্যপ্রাক্তন ক্লাব প্রেসিডেন্ট লায়ন বাবুল কান্তি লালা, ভাইস প্রেসিডেন্ট লায়ন ইসমাইল চৌধুরী, ক্লাব সেক্রেটারি লায়ন মোহাম্মদ আইয়ুব, জয়েন্ট সেক্রেটারি লায়ন বাসুদেব সিনহা, ক্লাব ট্রেজারার লায়ন অনুপম মজুমদার এবং ক্লাব সদস্য লায়ন তুহিন ভট্টাচার্য।
পিডিজি লায়ন ডা. শ্রীপ্রকাশ বিশ্বাস বলেন, সম্মিলিতভাবে সকলের অংশগ্রহণ যে কোন আয়োজনকে সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছে দেয়। পিডিজি লায়ন কামরুন মালেক ঐকান্তিকতার প্রতি গুরুত্বারোপ করে বলেন, আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতা যেকোনো কঠিন কাজকেও সহজ করে তোলে।
তিনি বাংলাদেশের সর্বপ্রাচীন লায়ন্স ক্লাবের সদস্য হিসেবে সকলের প্রতি দায়িত্বশীল মনোভাব নিয়ে সৎকাজে এগিয়ে আসার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।