সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, সমাজের বিত্তবান শ্রেণির অর্জিত সম্পদে গরিবেরও হক রয়েছে। গরীব মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ শ্রমে যারা বিত্তবান হয়েছেন তাদের প্রতিদানের সময় করোনাকাল। এই প্রতিদান দিতে যারা এগিয়ে এসেছেন তাদের প্রতি মহান আল্লাহ তালার রহমত-বরকত বর্ষিত হবে। মানবিক দায়বদ্ধতা সমাজকে পরিশুদ্ধ করে।
গত বুধবার টাইগারপাসস্থ চসিকের অস্থায়ী ভবনে করোনাকালে কর্মচ্যুত ও দুস্থদের মাঝে প্রদানের জন্য বিএসআরএম’র ত্রাণ সামগ্রী গ্রহণকালে এ কথা বলেন। মেয়রের কাছে বিএসআরএম’র পক্ষে ত্রাণ হস্তান্তর করেন প্রশাসনিক প্রধান এ কে এম সাইফউদ্দিন খান ও ব্যবস্থাপক জহিরুদ্দিন মোহাম্মদ ইমরুল কায়েস। এসময় উপস্থিত ছিলেন, ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন ও মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম প্রমুখ।
পরিবহন শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ : গত বুধবার সকালে পরিবহন শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত উপহার সামগ্রী তুলে দেন মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। টাইগারপাসস্থ বাটালি হিলের সামনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মেয়র বলেন, সরকার বাস্তব পরিপ্রেক্ষিত বিবেচনায় লকডাউন শিথিল ও কঠোর করতে যাচ্ছে। এত অনেকের কষ্ট হচ্ছে, জীবিকা পথ বন্ধ হতে যাচ্ছে। তাবে জীবন বাঁচাতে হলে নিজের ও পরিবারের সুরক্ষা দরকার। এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর শৈবাল দাশ সুমন, চসিক প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সফিকুল মান্নান সিদ্দিকী যিশু, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী, মহানগর সড়ক পরিবহন শ্রমিক লীগ সভাপতি মো. মিনহাজ, সাধারণ সম্পাদক কলিম শেখ, জিয়াউর রহমান, আনোয়ার হোসেন।