মানবিক কল্যাণে রোটারি ক্লাবের ভূমিকা অপরিসীম

রোটারি ক্লাব গ্রেটার চিটাগাংয়ের অভিষেক অনুষ্ঠান

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৩ ডিসেম্বর, ২০২১ at ৮:৫২ পূর্বাহ্ণ

মানবিক কল্যাণে রোটারি ক্লাবগুলো অপরিসীম ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাহবুবুল আলম। তিনি বলে, দেশের বিভিন্ন দুর্যোগকালীন মুহূর্তে ও সমাজের বিভিন্ন স্তরে মানবিক কল্যাণে রোটারিয়ানরা সবসময় এগিয়ে থাকেন। বিশেষ করে রোটারি ক্লাব গ্রেটার চিটাগাংয়ের সদস্যরা সমাজ বিনির্মাণে মানুষকে আলোর পথ দেখিয়েছেন। পোলিও নির্মূল এবং শিক্ষাক্ষেত্রেও ক্লাবটির ভূমিকা প্রশংসনীয়।
তিনি গত শনিবার নগরের জিইসি মোড়স্থ হোটেল পেনিনসুলায় অনুষ্ঠিত রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাংয়ের ৮ম অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বরেন। এতে সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি প্রফেসর ড. সৈয়দা খুরশিদা বেগম। বিশেষ অতিথি ছিলেন রোটারি আন্তর্জাতিক জেলা-৩২৮২ বাংলাদেশের প্রাক্তন জেলা গভর্নর ডা. মঞ্জুরুল হক চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা গভর্নর ইলেক্ট রুহেলা খান চৌধুরী, জেলা গভর্নর নমিনি ইঞ্জিনিয়ার মো. মতিউর রহমান, পিডিজি এম এ আউয়াল, পিডিজি দিলনাশিন মোহসেন, আইপিডিজি ড. বেলাল উদ্দিন আহমেদ, এফডিএফজি মো. জিয়া উদ্দিন চৌধুরী, এফডিএফএল সামিনা ইসলাম, চট্টগ্রাম রোটারি ক্লাবের প্রাক্তন সভাপতি ডা. মইনুল ইসলাম মাহমুদ, দৈনিক পূর্বকোণের ব্যবস্থাপনা সম্পাদক ও প্রকাশক জসিম উদ্দিন চৌধুরী, ডেপুটি গভর্নর এমদাদুল আজিজ চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট গভর্নর আজিজুল গণি চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট গভর্নর আব্দুল মামুন বাহার, বিদায়ী সভাপতি ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন। বার্ষিক রিপোর্ট পেশ করেন বিদায়ী সেক্রেটারি সৈয়দা কামরুন নাহার ও বার্ষিক পরিকল্পনা পেশ করেন নবাগত সেক্রেটারি মোহাম্মদ সালাউদ্দিন। ক্লাবের পক্ষ থেকে রুহেলা খান চৌধুরী, মোহাম্মদ মতিউর রহমান, আজিজুল গণি চৌধুরী ও সৈয়দা কামরুন নাহার কে সংর্ধনা প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু
পরবর্তী নিবন্ধদক্ষিণ কাট্টলী ওয়ার্ডে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন