মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

| সোমবার , ১৫ নভেম্বর, ২০২১ at ১১:২৯ পূর্বাহ্ণ

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের উদ্যোগে দক্ষ মানবাধিকার কর্মী সৃষ্টির লক্ষ্যে গত শনিবার দিনব্যাপী মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সভাপতি অহিদ সিরাজ চৌধুরী স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দি চিটাগং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি মাহবুবুল আলম। উদ্বোধক ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির মহাসচিব অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবেদ আলী। বিশেষ অতিথি ছিলেন লায়ন এম. জাফর উল্লাহ এমজেএফ, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের পরিচালক ও কলামিষ্ট ড. মুহাম্মদ মাসুম চৌধুরী, বাংলাদেশ নিউজ এজেন্সির সম্পাদক মিজানুর রহমান, কেন্দ্রীয় বিশেষ প্রতিনিধি ও চট্টগ্রাম বিভাগের সমন্বয়কারী লায়ন সাইফুল ইসলাম ভূঁইয়া রাসেল। আবছার উদ্দিন অলি ও অপু চক্রবর্তীর সঞ্চালনায় বক্তব্য রাখেন এস.এম.আজিজ, আজিমুল ইসলাম চৌধুরী, নাজমা আক্তার, আব্দুল মান্নান, নুরুল আবছার চৌধুরী, সাইফুল আলম, ডা. এমদাদুল করিম, নাজিম আক্তার আমিরী, লায়ন আনোয়ারুল আজীম চৌধুরী, ইঞ্জিনিয়ার ফারুক হোসাইন, ইউসুফ খান, মনছুর আহমেদ, এড. প্রতাপ পাল, ইঞ্জিনিয়ার মো. আরফান উল্লাহ চৌধুরী প্রমুখ। সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মো. শামসুল আলম। চার সেশনে প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক ছিলেন চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক পিপি এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, সাংবাদিক নাজিমুদ্দিন শ্যামল, পিবিআই পরিদর্শক আবু জাফর মো. ওমর ফারুক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন। কর্মশালায় বিভিন্ন মানবাধিকার সংগঠনের প্রায় দুইশত জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিআরবি বাঁচলে বাঁচবে চট্টগ্রাম
পরবর্তী নিবন্ধমাঝিরঘাটে তিন টন জাটকা জব্দ