মানবাধিকার কমিশন কোতোয়ালী শাখার ফ্রি খতনা ক্যাম্প

| সোমবার , ২২ মে, ২০২৩ at ৮:২২ পূর্বাহ্ণ

বাংলাদেশ মানবাধিকার কমিশন কোতোয়ালি থানা শাখার উদ্যোগে দিনব্যাপী ফ্রি খতনা ক্যাম্প সভাপতি আলহাজ্ব আবুল মনসুর চৌধুরী খোকনের সভাপতিত্বে ফিরিঙ্গী বাজার জাকির হোসেন সিটি কর্পোরেশন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের হল রুমে গত ২০ মে অনুষ্ঠিত হয়। ক্যাম্প পরবর্তী আলোচনা সভা মো: হাছান শাহরিয়ারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কাউন্সিলর লুৎফুন্নেসা দোভাষ বেবি। বক্তব্য রাখেন ডা. মহিউদ্দিন, এমরান কাদের, আবছার উদ্দিন মিঠু, আফতাব উদ্দিন, ওয়াহিদ আলম ইমন, আব্দুল মন্নান, পারভেজ দোভাষ, মোহাম্মদ দস্তগির, হোসেন আহমদ রাসেল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাকসুদুল আলম, তাজউদ্দীন রিজভী, ইয়াসির আরাফাত, শামসুল আলম, মোহাম্মদ মহিউদ্দিন, জাহেদুল হাসান, শরিফুল ইসলাম শরিফ, ইমরান চৌধুরী আরিফ, ইকরাম চৌধুরী আকিজ, জোনায়েদ করিম মহি, সাদমান তানজিম দোভাষ, ইরফান দোভাষ, হায়দার হোসেন হামিম, মানিক মিয়া, নাঈম উদ্দিন শাহ প্রমুখ। ক্যাম্পে ফ্রি খতনা, ওষুধ, লুঙ্গি, তরল খাবার প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসমাজ পরিবর্তনে তরুণদের সংগঠিত হওয়ার আহ্বান
পরবর্তী নিবন্ধএপিক প্রপার্টিজের নতুন প্রকল্প ‘এপিক ম্যাগনোলিয়া’