বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের উদ্যোগে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের বাস্তবায়নে সীতাকুণ্ড, পটিয়া ও সাতকানিয়া তিন উপজেলার যুব স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট মাঠ প্রাঙ্গনে রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজমের সভাপতিত্বে এটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবির। বিশেষ অতিথি ছিলেন রেড ক্রিসেন্ট সিটি ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য মহসিন উদ্দীন চৌধুরী ফয়সাল, আনোয়ার আজম। যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব প্রধান মো. ইসমাইল হক চৌধুরী ফয়সালের স্বাগত বক্তব্যে এতে আরো উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান, আব্দুর রশিদ খান, মুহাম্মদ ইয়াহইয়া বখতিয়ার, আশরাফদৌল্লা সুজন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মো. মঈনুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ডা. হাসান শাহরিয়ার কবির বলেন, রেড ক্রিসেন্টে মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ স্বেচ্ছাসেবীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নিজের আত্মবিশ্বাস বৃদ্ধিতে ব্যাপক ভূমিকা পালন করবে। মানবসেবায় যুব স্বেচ্ছাসেবকরা ফ্রন্টলাইন যোদ্ধা। প্রশিক্ষণ থেকে প্রাপ্ত শিক্ষা নিয়ে তাদের মানবসেবার ব্রত নিয়ে কাজ করে যেতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।