মানবসেবায় এগিয়ে আসতে হবে

ইফতার মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণে বক্তারা

আজাদী ডেস্ক | রবিবার , ১৭ এপ্রিল, ২০২২ at ৫:২২ পূর্বাহ্ণ

বাংলাদেশ শিপ হ্যান্ডলিং এন্ড বার্থ অপারেটরস এসো : বাংলাদেশ শিপ হ্যান্ডলিং এন্ড বার্থ অপারেটরস এসোসিয়েশন (বিএসবিওএ) এর উদ্যোগে শনিবার রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ এর মোহনা হলে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার ও দোয়া মাহফিলে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি, সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) জাফর আলম ও অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ, শিপিং এজেন্টস এসোসিয়েশন নেতৃবৃন্দ, সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের নেতৃবৃন্দ, ওয়াটার ট্রান্সপোর্ট সেল এর নেতৃবৃন্দ, শিপ হ্যান্ডলিং অপারেটরবৃন্দ, বার্থ অপারেটরবৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে বিএসবিওএ এর চেয়ারম্যান একেএম শামসুজ্জামান রাসেল সকলকে ধন্যবাদ জানান।

মহানগর স্বেচ্ছাসেবক লীগ : চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মাসব্যাপী রোজাদারদের মাঝে ইফতার বিতরণ কর্মসূচির অংশ হিসেবে শনিবার নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট মোড়ে সাধারণ মানুষ ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়। ইফতার বিতরণ কার্যক্রমে নগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি দেবাশীষ নাথ দেবুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের পরিচালনায় এবং সংগঠনের সহ-সভাপতি মিনহাজুল আবেদিন সায়েম এবং সাংগঠনিক সম্পাদক দেবাশীষ আচার্য্যের ব্যবস্থাপনায় আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সহ-সভাপতি হেলাল উদ্দিন, আবুল হাসনাত বেলাল, এ্যাড. তসলিম উদ্দিন, সুজিত দাশ, দেলোয়ার হোসেন ফরহাদ, নাজমুল হুদা শিপন, আজাদ খান অভি, আজিজ মিছির, আব্দুর রশিদ লোকমান, যুগ্ম সাধারণ সাম্পাদক মোঃ সাইফুদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, সরফরাজ নেওয়াজ চৌধুরী রবিন, সাংগঠনিক সম্পাদক মাসুদ খান, প্রচার সম্পাদক তোসাদ্দেক নুর তপু প্রমুখ।
১৩নং পাহাড়তলী ওয়ার্ড : নগরীর ১৩নং পাহাড়তলী ওয়ার্ডে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঝাউতলা স্কুল মাঠে প্রথম ধাপে ১৮০০ পরিবারের মাঝে চট্টগ্রাম মহানগর যুবলীগের সদস্য ও ১৩নং পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরীর উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। নগর যুবলীগের সদস্য ওয়াসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও নগর যুবলীগের সদস্য আবু বক্কর সিদ্দিকের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য সুরঞ্জিত বড়ুয়া লাভু, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডা. বিদ্যুৎ বড়য়া, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. ইলিয়াস, সমাজসেবক মো. ফয়সাল আমিন। এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের সদস্য দিদারুল রহমান তুষার, ১৩নং পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী তালুকদার, আবুল হাসেম শাহ, হয়দার আলী, মো. হেলাল উদ্দিন, আব্দুল সালাম জাগিরদার, আনোয়ার হোসেন বাবু, হোসেন মাস্টার, নুরুল মোস্তফা, মোজাম্মেল হক, আবুল কালাম, জহিরুল ইসলাম, ছাদেক হোসেন, আমিন ইউসুফ মিন্টু, আবদুল মতিন, প্রিয় লাল মজুমদার, রফিকুল ইসলাম, আইজুল হক, শহীদুজ্জামান, খালেদ মোশাররফ রকেট, জাবেদ খান, মো. ইছাক, জামিল দেওয়ান, এস এম মাহাতাব, হাজী নাসির, আজগর আলী, মো. নাছির উদ্দীন, কাজী মো. কায়ছার, মেহেদী হাসান জুয়েল প্রমুখ।

১নং সাইট নতুন জামে মসজিদ পরিচালনা পরিষদ : গত ১৫ এপ্রিল শুক্রবার ১নং সাইট নতুন জামে মসজিদ পরিচালনা পরিষদের উদ্যোগে মসজিদ প্রাঙ্গনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন, হাটহাজারী আনোয়ারুল উলুম ফাজিল মাদরাসার সিনিয়র আরবী প্রভাষক ও উক্ত মসজিদের খতিব মৌলানা বেলাল উদ্দীন নোমানী। বক্তব্য রাখেন, পরিচালনা পরিষদের সিনিয়র সহ সভাপতি মো. কামাল উদ্দীন, সাধারণ সম্পাদক হাজী মো. শাহীন, ধর্ম বিষয়ক সম্পাদক মো. হোসেন কোং সহ আয়োজক কমিটির নেতৃবৃন্দ।
জাহাজ ভাঙা শ্রমিক কল্যাণ সমিতি : জাহাজ ভাঙা শ্রমিক কল্যাণ সমিতির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল ফৌজদারহাটস্থ একটি কমিউিনিটি সেন্টারে আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও মোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বখতেয়ার উদ্দিন খাঁন। বিশেষ অতিথি ছিলেন জসিম উদ্দিন চৌধুরী, এড এস এম সাহাব উদ্দিন, এস কে আব্দুল মান্নান। উপস্থিত ছিলেন রাজিবুল ইসলাম, আমির খসরু, ইউসুফ আলী, মো. রাজু, মো. জামাল, মো. মোরশেদ প্রমুখ।

আইআইইউসি ইইই ডিপার্টমেন্ট এলামনাই এসো : আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের ইইই ডিপার্টমেন্ট এলামনাই এসোসিয়েশন কর্তৃক ১৫ই এপ্রিল শুক্রবার নাসিরাবাদ কনভেনশন হলে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উক্ত মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআইইউসি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আনোয়ারুল আজিম, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য রিজিয়া রেজা চৌধুরী, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ চট্টগ্রামের সভাপতি প্রকৌশলী মো. হারুনুর রশীদ, প্রকৌশল প্রবীর কুমার সেন, প্রকৌশলী ড. মো. সিকদার সানবীম ইসলামসহ অন্যান্য সিনিয়র শিক্ষকবৃন্দ।
আরো বক্তব্য রাখেন প্রকৌঃ ড. মোঃ সিকদার সানবীম ইসলাম ও ইইই ডিপার্টমেন্টের শিক্ষক প্রকৌঃ ইয়াসির আরাফাত। অনুষ্ঠানে ইইই ডিপার্টমেন্টের শিক্ষক প্রকৌঃ শহীদ উল্লাহ্‌, প্রকৌঃ গোলাম মোস্তফা, প্রকৌঃ আবদুল কাদের রুবেল, প্রকৌঃ খন্দকার আবদুল্লাহ্‌ আল মামুন, প্রকৌঃ ইফতেখার আলম ও বিপিপি চট্টগ্রাম কেন্দ্রের দপ্তর সম্পাদক প্রকৌঃ শাহজাহান উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন প্রকৌঃ মো. আমিনুল করিম জুয়েল, জামাল উদ্দিন, মোবারক হোসেন রুবেল, জাহেদ হাসান, কায়সার উদ্দিন আহমেদ, শোয়াইবুল হক চৌধুরী, জোহার মোহাম্মদ, মীর এহসান, ইফতেখার আলম প্রিন্স, মোহাম্মদ, জমির উদ্দিন, নওশাদ বিন আমিন, আবির হাসান প্রমুখ।

আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশন : পবিত্র মাহে রমজান উপলক্ষে বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্রের সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে সন্দ্বীপ উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রায় ১০ হাজার অসহায় দুস্থ পরিবারের মাঝে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ করা হয়েছে। সন্দ্বীপের বাউরিয়া ইউনিয়নের আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশন ভবনে, মাইটভাঙ্গা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে, সন্দ্বীপ কমপ্লেক্সের মুক্তিযোদ্ধা ভবনে, রহমতপুর ইউনিয়নের দলই বাড়িতে, আমানুল্লাহ ভোট অফিস, সন্তুষপুর ইউনিয়ন ও গাছুয়া ইউনিয়নের বিনই মাঝির বাড়ি প্রাঙ্গণে খন্ডখন্ডভাবে এসব খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, মাইটভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মিজানুর রহমান, বাউরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জামাল উদ্দীন, রহমতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামরুল হাসান প্রমুখ।
উত্তর মাদার্শা মুনিরীয়া যুব তবলীগ : হাটহাজারীর উত্তর মাদার্শায় কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর ঈছালে ছাওয়াব, সালানা ওফাত শরীফ এবং পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার এ ইফতার আয়োজন করে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ৫নং উত্তর মাদার্শা শাখা। এসময় শাখার সভাপতি মোহাম্মদ শাখাওয়াত হোসেন সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের সহ-সভাপতি মোহাম্মদ নুর খান। অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ১০নং উত্তর মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদুল আলম, মাওলানা জসীম উদ্দিন নূরী, মাওলানা ফরিদুল আলম, মাওলানা আব্দুস সবুর, মাওলানা জসীম উদ্দিন মুনিরী প্রমুখ।

চট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থা : চট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থার ইফতার মাহফিল গত শুক্রবার নগরীর একটি রেস্টুরেন্টে সংস্থার সভাপতি আলাউদ্দিন তাহেরের সভাপতিত্বে এবং সংস্থার সাধারণ সম্পাদক এড. কামরুল আযম চৌধুরী টিপু ও উপস্থাপিকা নাসরিন ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চসিক কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বেতারের আঞ্চলিক পরিচালক এস.এম মোস্তাফা সরোয়ার, চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ পরিচালক অহিদ সিরাজ চৌধুরী স্বপন, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সাঃ সম্পাদক সাইফুল আলম বাবু, কন্ঠশিল্পী সুজিত রায়, কায়সারুল আলম, সাইফুদ্দীন মাহমুদ খান, সাংবাদিক রুপম চক্রবর্তী, চট্টগ্রাম প্রেস ক্লাবের যুগ্ন সাঃ সম্পাদক নজরুল ইসলাম, আনিসুল ইসলাম লিপন, গীতিকবি শাখাওয়াত উল্লাহ রিপন, ফনিভুষন দেব, সুমন দেবনাথ, সনজিৎ আচার্য, প্রবীর দত্ত সাজু, টিসু পালিত, মোঃ জসিম উদ্দীন চৌধুরী, ইকবাল পিন্টু, অজয় চক্রবর্তী, সৈয়দ মোসলেহ উদ্দিন মানিক, এড. কাইছার উদ্দীন, পলি শারমিন, নাদিরা পারভীন পারুল, মোস্তাফিজুর রহমান, জুয়েল পাল, এনায়েত সানী, প্রেমলাল দত্ত, শাহীন রহমান, সামিনা ছাফা চৌধুরী, হোসাইন শরীফ, জুলেখা আক্তার জুলি, কথা চৌধুরী, পিংকী চক্রবর্তী, মন্‌জুর আলম প্রমুখ।

আমানত শাহ দরগাহ্‌ তানজিমুল মুসলিমন এতিমখানা : মানবতার কল্যাণে পবিত্র মাহে রমজান উপলক্ষে যুবলীগ নেতা মোহাম্মদ রুবেলের ব্যবস্থাপনায় নগরীর আমানত শাহ দরগাহ্‌ প্রাঙ্গণ তানজিমুল মুসলিমন এতিমখানায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্‌বায়ক মো. মহিউদ্দিন বাচ্চু। আরো উপস্থিত ছিলেন নগর যুবলীগের সদস্য হেলাল উদ্দিন, অধ্যাপক কাজী মুজিবুর রহমান, সালেহ আহমদ দিঘল, খোকন চন্দ্র তাঁতী, আবু বকর চৌধুরী, সনত বড়ুয়া, আজিজ উদ্দিন চৌধুরী, ৪১নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মাইনুল ইসলাম, নগর যুবলীগ নেতা এডভোকেট সৈয়দ রবি, সাইফুল করিম, শহীদুল ইসলাম শহীদ, মিজানুর রহমান মিন্টু, নগর ছাত্রলীগ সদস্য ইমরান আহমেদ শাওন, সুমন, জুলফিকার আশিক, এমদাদুল হক তুহিন, সাহেদ প্রমুখ।
নাসিরাবাদ ওয়ার্ড আ’লীগ : পবিত্র মাহে রমজান উপলক্ষে ৪২ নং নাসিরাবাদ ওয়ার্ড আ’লীগের উদ্যোগে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দের অংশগ্রহনে স্থানীয় কমিউিনিটি সেন্টারে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। একে এম জাফরুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে ও আব্দুল মাবুদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, আ’লীগ নেতা মো.আলী আকবর। প্রায় ৫শ রোজাদারকে নিয়ে গরীব-ধনী সবাই মিলে একসাথে এই ইফতার পার্টির ব্যবস্থাপনায় ছিলেন মো.আলী আকবর নিজেই। এ সময় উপস্থিত ছিলেন, মিজানুর রহমান শিশির, মোহাম্মদ কোরবান, তপন দাস, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ আবু, মো. শাহাবুদ্দিন, মোহাম্মদ হারুন, মোহাম্মদ বেলাল, মোহাম্মদ জামিল, পারভেজ হোসেন, জহির হোসেন, মোহাম্মদ ফারুক, মো. আরিফ, মো. সাকিব প্রমূখ।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সংসদ : বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সংসদের উদ্যোগে ইফতার মাহফিল ও ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান গত ১৪ এপ্রিল নুরুল আহসান আরাফাতের সভাপতিত্বে ও গিয়াম উদ্দিন মানিকের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কাউন্সিলর মো. নুরুল আমিন। প্রধান বক্তা ছিলেন ফয়সাল আমিন। উপস্থিত ছিলেন এম শওকত আলী, ডাঃ নুরুল ইসলাম, মোঃ আবু সৈয়দ খান, আলমগীর আলম, মুজিবুর রহমান, শেখ রাজিব আহম্মেদ মনসুরুল হক, আব্দুল মান্নান ইমাম হোসেন ইমন, আব্দুল হান্নান ফয়সাল, সাইফুল হাবিব, গিয়াস উদ্দিন, জাহাঙ্গীর বেগ,আবু রাশেদ, সিরাজ উদ্দিন, রিয়াদ, মুজাহিদুল ইসলাম, এমরান, সুজন, ইন্দ্রাজ, রঙি, শুভ, সাদমান, হাসান প্রমূখ।
মহানগর স্বেচ্ছাসেবক লীগ : মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে হযরত বায়েজিদ বোস্তামী (র.) মাজার প্রাঙ্গণে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইফুদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি কাউন্সিল আবুল হাসনাত মো. বেলাল, অ্যাডভোকেট তসলিম উদ্দিন, সুজিত দাশ, দেলোয়ার হোসেন ফরহাদ, নাজমুল হুদা শিপন, আজিজ মিছির, আব্দুল্লাহ আল মামুন, মো. সালাহ উদ্দিন প্রমুখ।
সাতকানিয়া আওয়ামী লীগ নেতা জসিম : সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নের ইমাম ও মুয়াজ্জিননদের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ উপহার দিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য আমরা ক’জন মুজিব সেনা কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী। গতকাল শনিবার সাতকানিয়ার উত্তর ব্রাহ্মণডেঙ্গা সরকারি জুনিয়র হাই স্কুল প্রাঙ্গনে তিনি এসব উপহার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন চরতী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মুজিবুল হক চৌধুরী, সহসভাপতি শফিকুল আলম তালুকদার, স্থানীয় ইউপি সদস্য নুরুল আমিন মেম্বার, মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা কামরুর রশিদ পারভেজ, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক সাইফুদ্দিন খালেদ, উপজেলা তাতীলীগের উপ-প্রচার সম্পাদক কাজী ইমরান, সাবেক ছাত্রনেতা মির্জা সোহেল, উপজেলা ছাত্রলীগ নেতা প্রান্ত ধর, শাহজাহান, সাইফুল, মোরশেদসহ বিভিন্ন মাদরাসার অধ্যক্ষ, ইমাম, মুয়াজ্জিনরা।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম আন্তঃজেলা বাস মালিক সমিতির ভাইস প্রেসিডেন্ট এলিট
পরবর্তী নিবন্ধটেকনাফে বসতবাড়িতে ডাকাতির চেষ্টা