মানবসেবা মাইজভাণ্ডারী ত্বরিকার অন্যতম শিক্ষা

মাইজভাণ্ডারে রক্তদান কর্মসূচিতে সৈয়দ ইরফানুল হক

| সোমবার , ১৯ জানুয়ারি, ২০২৬ at ১২:০৬ অপরাহ্ণ

মাইজভাণ্ডারী তরিকার প্রবর্তক, গাউছুল আজম মাইজভাণ্ডারী হযরত মওলানা শাহ সুফি সৈয়দ আহমদ উল্লাহ (.)-এঁর ঐতিহাসিক দ্বিশত (২০০তম) জন্মবার্ষিকী, ১২০তম ওরস শরীফ উপলক্ষে মাইজভাণ্ডার দরবার শরীফে অনুষ্ঠিত হয়েছে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি।

গতকাল রোববার সকালে দরবার শরীফের শাহ এমদাদীয়া ময়দানে এই কর্মসূচি পালিত হয়। আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) ফটিকছড়ি উপজেলা কার্যকরী সংসদের আয়োজনে এবং মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রুপের ব্যবস্থাপনায় দিনব্যাপী এই কর্মসূচিতে মোট ৬১ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়। কর্মসূচিতে সহযোগিতা প্রদান করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহসুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী এবং নায়েব সাজ্জাদানশীন ও মাইজভাণ্ডারী ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহজাদা সৈয়দ এরহাম হোসাইন মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ মানাওয়ার হোসাইন মাইজভাণ্ডারী, ফাতেমা বেগম রক্তদান কেন্দ্রের ইনচার্জ ডা. মিসবাহ উদ্দিন এবং প্রোগ্রাম অর্গানাইজার জসিম উদ্দীন। এছাড়াও মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রুপ, ফটিকছড়ি উপজেলা কার্যকরী সংসদের কর্মকর্তাবৃন্দ এবং ইউএই কার্যকরী সংসদের দপ্তর ও পাঠাগার সম্পাদক দাউদ মিয়া বাপ্পা উপস্থিত ছিলেন। স্বেচ্ছায় রক্তদাতাদের উৎসাহিত করে সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী বলেন, মানবসেবা ও পরোপকার মাইজভাণ্ডারী ত্বরিকার অন্যতম শিক্ষা। রক্তদান এমন একটি মহৎ কাজ, যার মাধ্যমে মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচানো সম্ভব। সৃষ্টির সেবার মাধ্যমে স্রষ্টার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই আমাদের এই আয়োজন। পবিত্র ওরস শরীফ উপলক্ষে ভক্ত ও আশেকানরা যে ত্যাগের মহিমা প্রদর্শন করছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ২৫ জানুায়ারি পলোগ্রাউন্ড মাঠে জনসমুদ্রের ইতিহাস সৃষ্টি হবে
পরবর্তী নিবন্ধরেইনবো নেশন ধারণার আলোকে সকল জাতিসত্তার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে