নির্যাতিত নিপীড়িত বিতাড়িত শরণার্থীদের মধ্যে অনিশ্চিত ভবিষ্যৎ উন্নত রাষ্ট্রের জীবন যাত্রা প্রলুব্ধ করে। যার ফলে অনেকে জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ পথে সোনালি স্বপ্নের আশায় সাগর মহাসাগর কন্টাকাকীর্ণ পাহাড়ি পথ পাড়ি দিতে দ্বিধা করে না। প্রতিদিন বিশ্বের উন্নত রাষ্ট্রের বিভিন্ন সীমান্ত পথে অনেক অভিবাসন প্রত্যাশীর সলিল সমাধি ও দুর্ঘটনায় মৃত্যু ঘটছে। বাস্তুচ্যুত ও দারিদ্র্যতার সুযোগ নিয়ে একটি মহল মানব পাচারের মত অমানবিক জঘণ্য কাজে জড়িয়ে পড়েছে।দেশের প্রত্যন্তঞ্চলে ও শরণার্থী শিবির থেকে অসহায় নারী পুরুষ শিশুদের বিদেশে উন্নত জীবন ব্যবস্থা ভাল চাকুরি ও উচ্চ বেতনের সুযোগ সুবিধার প্রলোভন দেখিয়ে বিদেশে পাচার করছে। মানব পাচারকারীদের বিশ্বব্যাপী শক্তিশালী সিন্ডিকেট রয়েছে তারা বিভিন্ন স্থান থেকে নারী পুরুষ শিশুদের তাদের গোপন আস্তনায় জড়ো করে তাদের উপর শারিরীক মানসিক পাশবিক নির্যাতন চালিয়ে মুক্তি পণ আদায় করে। আবার অবৈধ পথে বিদেশ পাঠিয়ে সেখানে পাচারকারীরা আরেক নির্যাতনের মাধ্যমে অভিভাবকদের কাছে নির্যাতনের ভিডিও পাঠিয়ে আদায় করছে মুক্তি পণ। মানব পাচার অন্ধকার যুগের দাস প্রথার নতুন সংস্করণ যেখান থেকে সহজে মুক্তি মেলে না বা চিরতরে হারিয়ে যায় একটি জীবন।
পাচার করা নারী শিশু পুরুষদের ইচ্ছার বিরুদ্ধে যৌন ব্যবসা যৌন কর্ম পতিতালয়ে বিক্রি অমানবিক কাজে নিযুক্ত বিনাশ্রমে কাজ আদায় শিক্ষা সচেতনতার অভাব ও পাচার সম্পর্কিত পরিণতি বিষয়ে অজ্ঞতা প্রান্তিক জনগোষ্ঠী দালালের সহজ শিকারে আটকা পড়ে। বর্তমান বিশ্ব আধুনিক সভ্য দাবি করলে ও অমানবিক কর্মকাণ্ড, সেই অন্ধকার যুগকে ছাড়িয়ে গেছে। ২০২২ সালে মানব পাচারেরর ৬৯৭ টি মামলায় ত্রিশ হাজার সাতশ এর অধিক পাচারকারী শনাক্ত করা হলেও সাক্ষী তথ্য উপাত্ত ও প্রমাণের অভাবে কারো কোন শাস্তি হয়নি। তবে এ জঘন্য অপরাধ থেমে নেই চলছে অপ্রতিরোধ্য গতিতে। এক সময় মধ্যপ্রাচ্যে নারী পাচার জমজমাট ছিল এখন বৈধভাবে নারী শ্রমিক হিসাবে চাকরি নিয়ে বিদেশ গেলেও তাদের ভাগ্য বিড়ম্বনা পাচার হওয়া নারীর মতই রয়ে গেছে এ রকম শত শত নারীর নির্যাতনের আত্মকাহিনী সরকার জেনে শুনে নির্বিকার জাতির মর্যদা ধূলায় মিশে যাক এতে কিছু যায় আসে না যেহেতু তারা রেমিট্যান্সের যোগানদাতা। আকাশ পথে মানব পাচার ব্যয়বহুল ও নানা ঝুঁকি ঝামেলা তাই পাচারকারীরা সাগর ও পাহাড়ি সীমান্ত পথ অধিক নিরাপদ মনে করে সে পথে মানব পাচারে সক্রিয় রয়েছে। প্রায় সময় সীমান্তরক্ষী ও কোস্টগার্ড পাচারের জন্য জড়ো করা অসংখ্য নারী পুরুষ শিশু উদ্ধার করার সংবাদ সচিত্র প্রতিবেদন প্রকাশ হতে দেখা গেলে ও মূল পাচারকারিরা ধরা ছোঁয়ার বাইরে থেকে যায়। মানব পাচার প্রতিরোধ করতে আইনের কঠোরতার সাথে পাচারের ভয়াবহ জীবন সম্পর্কে জনগণকে শিক্ষা ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ব্যাপক প্রচারণা চালাতে হবে এবং সাধারণের জীবন মান উন্নয়নে কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে বেকারত্ব দূর করে জাতির অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বাড়াতে হবে।
লেখক : প্রাবন্ধিক।












