চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার বলেছেন, আর্তমানবতার সেবায় এগিয়ে আসার মতো মহৎ কাজ আর নেই। সমাজের অবহেলিত মানুষের মুখে হাসি ফোটানোর জন্য ‘মানবতার কল্যাণে আমরা’ সংগঠনের সদস্যরা কাজ করে যাচ্ছেন। সব ধরনের সামাজিক অবক্ষয় রোধ করে সুন্দর সমাজ বিনির্মাণের লক্ষ্যেই এই সংগঠনের অগ্রযাত্রা। এমন মহৎ কর্মকাণ্ড অব্যাহত থাকলে সমাজ উপকৃত হবে।
গত ১৯ অক্টোবর ‘মানবতার কল্যাণে আমরা’ উত্তর জেলার ১ম বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১ নং রেল ক্রসিংয়ে একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি চৌধুরী মোহাম্মদ জামান।উদ্বোধক ছিলেন চট্টগ্রাম আবাহনী জুনিয়র লিমিটেডের সাধারণ সম্পাদক মো. এহসান উল্লাহ জাহেদী। বিশেষ অতিথি ছিলেন চবির সিন্ডিকেট সদস্য কাজী এসএম খসরুর আলম কুদ্দুসী, প্রক্টর প্রফেসর ড. রবিউল হাসান ভূইয়া, হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান, সংগঠনের উপদেষ্টা পরিতোষ শীল, গাজী মুহাম্মদ মঈনুদ্দীন, ওয়াহিদুল আলম, মুহাম্মদ করিম ও ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফয়সাল।
সংগঠনের সাধারণ সম্পাদক আরিফ আহমেদের সঞ্চালনায় ও মানবতার কল্যাণে ব্লাড ডোনার্সের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহাদাত হোসেন, মোহাম্মদ আকিব, ইমতিয়াজুল হক ইমতি, জুবাইর হোসেন, আয়শা আক্তার, আকলিমা, জুলি, আরজু, সুলতানা নিজাম রাসু, মেহেরাজ পারভীন নিলীমা, শাওন ইসলাম, জুলাল, মোজাম্মেল, সাজ্জাদ হোসেন, হেলাল উদ্দীন, আবির আহমেদ, রাহাত আবরার, আসিফ, সোহান রেজবী, এসএন আরিফ, শ্রীকান্ত প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।