মানবতার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে

লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের সভায় লায়ন কামরুন মালেক

| রবিবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:০৫ পূর্বাহ্ণ

লায়ন নেতৃবৃন্দের উদ্দেশ্যে সত্য ন্যায় ও মানবতার জন্য ঐক্যবদ্ধ হয়ে নিরলসভাবে কাজ করবার আহ্বান জানিয়েছেন চিটাগং লায়ন্স ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রাক্তন জেলা গভর্নর কামরুন মালেক। লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের রেগুলার মিটিংয়ে তিনি এ আহ্বান জানান।

তিনি আরও বলেন, মানবতা ও মানবিক কর্মকাণ্ডকে সোৎসাহে এগিয়ে নিতে হলে সমাজে ন্যায়প্রতিষ্ঠা অতীব গুরুত্বপূর্ণ। এজন্য যোগ্য, সৎ এবং সত্যিকারের মানবিক সমাজসেবকদের পাশে দাঁড়াতে হবে এবং তাঁদেরকে নেতৃত্বের আসনে বসাবার জন্য লায়ন নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।

লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের প্রেসিডেন্ট রেবেকা নাসরীনের সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারি মোহাম্মদ আইয়ুবের পরিচালনায় সাধারণ সভা মঙ্গলবার জামালখানস্থ চিটাগাং সিনিয়র্স ক্লাবে অনুষ্ঠিত হয়।

সভায় দিকনির্দেশনামূলা বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের প্রাক্তন সভাপতি ও রিজিয়ন চেয়ারপার্সন হেডকোয়ার্টার লিওলায়ন রাজিব সিনহা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রাক্তন কেবিনেট সেক্রেটারি ও রিজিয়ন চেয়ারপার্সন হেডকোয়ার্টার গোপালকৃষ্ণ লালা, প্রাক্তন কেবিনেট ট্রেজারার ও রিজিয়ন চেয়ারপার্সন হেডকোয়ার্টার তপন কান্তি দত্ত ও মোসলেহউদ্দিন খান, ক্লাবের নবনির্বাচিত চার্টার নাইট চেয়ারম্যান ও রিজিয়ন চেয়ারপার্সন নিশাত ইমরান, কনসার্ন রিজিয়ন চেয়ারপার্সন আবু নাসের রনি, রিজিয়ন চেয়ারপার্সন স্বপন কুমার পালিত, কনসার্ন জোন চেয়ারপার্সন এম সোহেল খান, ক্লাবের জয়েন্ট ট্রেজারার সারাহ তানভী, নবীন সদস্য বিপ্লব ভট্টাচার্য তুহিন ও নসুহা সাদাফ।

সভায় উপস্থিত ছিলেন ক্লাবের প্রাক্তন সভাপতি ও প্রাক্তন ভাইস জেলা গভর্নর এস এম ফারুক, সিনিয়র গভর্নর এডভাইজার সিলভাস্টার বার্নাডেট, রিজিয়ন চেয়ারপার্সন হেডকোয়ার্টার মোহাম্মদ ইসমাইল চৌধুরী ও ডাঃ মেসবাহউদ্দিন তুহিন, রিজিয়ন চেয়ারপার্সন সাধন কুমার ধর, জোন চেয়ারপার্সন মোহাম্মদ আবদুর রব শাহীন, সদ্যপ্রাক্তন ক্লাব প্রেসিডেন্ট বাবুল কান্তি লালা, ভাইস প্রেসিডেন্ট ইসমাইল চৌধুরী, ক্লাবের জয়েন্ট সেক্রেটারি বাসুদেব সিনহা, ট্রেজারার অনুপম মজুমদার, ডাঃ মজিবুল হক, কাজী শাহাদাত হোসেন, ফিরোজা আহসান, রোকেয়া জামান, কিশোয়ার জাহান, শাহিদা কামাল, রওশন রেজা, কস্তুরি সিনহা, দীপ্তি লালা, নাসিমা আক্তার, জিয়াউল কবির সোহেল, সোহানা মেহজাবিন, ডাঃ সাদিয়া আফরোজ, ডাঃ অশোক কুমার দাশ, অজিতেশ বড়ুয়া, কথাসাহিত্যিক বিশ্বজিৎ বড়ুয়া, ইমরান আহমেদ, নুরুল আবসার, সেলিম উদ্দিন, চিন্ময় দাশ, শাহাদাত হোসেন সাইফ, রাহুল লালা, ইমদাদুল ইসলাম সৌরভ, লিও এনামুল হক, লিও রাজেশ লালা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখুলশী ক্লাবে পিঠা উৎসব
পরবর্তী নিবন্ধসিসিপিএ’র উদ্যোগে ফ্রি স্টাইল দাবা টুর্নামেন্ট