মানবতার কল্যাণই ইসলামের অন্যতম ভিত্তি : নওফেল

গাউসিয়া কমিটির মতবিনিময়

| সোমবার , ২৬ এপ্রিল, ২০২১ at ৭:২১ পূর্বাহ্ণ

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির একটি প্রতিনিধি দল। কেন্দ্রীয় চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনারের নেতৃত্বে গত শনিবার নগরীর চশমাহিলস্থ বাসভবনে এ সাক্ষাতে মিলিত হন।
এ সময় নেতৃবৃন্দ মন্ত্রীকে কোভিড-১৯ এর ভয়াবহ পরিস্থিতিতে গাউসিয়া কমিটির করোনায় মৃত মানষের দাফন-কাফন ও সৎকারসহ অক্সিজেন সিলিন্ডার সরবরাহ, ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস ও ভ্রাম্যমাণ করেনা টেস্ট কার্যক্রমের উপর একটি প্রতিবেদন হস্তান্তর করেন। মন্ত্রী গাউসিয়া কমিটি বাংলাদেশের মহামারি করোনাকালীন মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, মানবতার কল্যাণই ইসলামের অন্যতম ভিত্তি। এ কাজ করার জন্য দরকার অধ্যাত্মিক চেতনা, দেশপ্রেম ও মানুষেল প্রতি ভালোবাসা। গাউসিয়া কমিটি সেই কাজটি করেই যাচ্ছে। মন্ত্রী অতীতের মতই আঞ্জুমান এ রাহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের অঙ্গসংগঠন গাউসিয়া কমিটির সকল মানবিক ও কল্যাণমূলক কার্যক্রমে সহযোগিতা অব্যাহত রাখা হবে বলে আশ্বাস্ত করেন। সাক্ষাৎকালে গাউসিয়া কমিটির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার ও করোনাকালিন মানবিক সেবা কার্যক্রমের সদস্য মোহাম্মদ আবদুল্লাহ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাইয়ে চাঁদের গাড়ি উল্টে খাদে আহত ৩
পরবর্তী নিবন্ধশিক্ষাবিদ শহীদুল ইসলাম সরকারের ইন্তেকাল