মানবতাই পারে বিশ্বকে রাঙাতে

আবু নাছের মুহাম্মদ তৈয়ব আলী | রবিবার , ২ মার্চ, ২০২৫ at ৬:১১ পূর্বাহ্ণ

আমরা মানব জাতি। গোটা সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জীব হলো মানব। মানব জাতির মধ্যে তারাই শ্রেষ্ঠ, যারা মানবতার কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে পারে। মানবিক আবেদনে সাড়া দিতে পারে। মানবতার গুণ যে মানুষের মধ্যে নেই সে মানব দাবি করতে পারে না। আজ গোটা পৃথিবী হানাহানি, মারামারি, স্বার্থের দ্বন্দ্বে জর্জরিত। তবুও এ সমাজের চারদিকে দেখা মেলে অসংখ্য মানবিক মানুষের। এ মানবিক বোধ সম্পন্ন মানুষগুলোই এ ধরণীর সৌন্দর্য অক্ষুণ্ন রেখেছে। বর্তমান সংক্ষুব্ধ সময়েও রাস্তা ঘটে দেখা যায়, কোনও দুর্ঘটনা হলে, কোনও কেউ গুরুতর আঘাত পেলে শত ব্যস্ততার মাঝেও কিছু মানুষ ছুটে আসে চিকিৎসা সহায়তায়। মুমূর্ষু রোগীকে রক্ত দিতে ছুটে আসে কিছু মানবিক মানুষ। আসলে মানব সেবার মতো আনন্দদায়ক কাজ পৃথিবীতে আর কিছু নেই। এ সৃষ্টি জগতের মহান স্রষ্টা আল্লাহ তা’আলার সাহায্য প্রাপ্তির অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হলো মানবসেবা। বিশ্বমানবতার মূর্ত প্রতীক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদীস শরীফে বলেছেন, বান্দা যতক্ষণ তার ভাইয়ের সাহায্যরত থাকে, ততক্ষণ আল্লাহ তাকে সাহায্য করতে থাকেন। (সহীহ মুসলিম) অন্য হাদিস শরীফে বলা হয়েছে, যারা পৃথিবীতে আছে তাদের দয়া করো, তাহলে যিনি আকাশে আছেন তিনি তোমাদের দয়া করবেন (মিশকাত)। একবার ভাবুন, কোন কঠিন মুহূর্তে আপনি যদি কারো নিকট থেকে মানবিক সহায়তা পান তখন আপনার কেমন অনুভুতি হয়? আপনিও তদ্রুপ অন্যের বিপদে মানবিক হাত বাড়িয়ে দিন। এভাবে রচিত হবে মায়াময় পৃথিবী। এ পৃথিবীতে মানুষের জীবন ক্ষণস্থায়ী, সীমিত হায়াত। এ সীমিত সময়ে আপনি যতই মানবিক আচরণ করবেন ততই আপনি মানুষের মনে স্থায়ী আসন করে নিতে পারবেন। তাই আসুন মায়া ছড়ায়, পরম মমতায় সকলকে আত্মার আত্মীয় বানাই। সুন্দর পৃথিবী নির্মাণ করি। আমাদের সমাজের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে বহু মানবতার ফেরিওয়ালা খ্যাত মানবিক মানুষ। মানবতার উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত আমরা দেখেছি বিগত করোনা কালে। যখন পিতা আপন পুত্রকে, পুত্র আপন পিতাকে ছেড়ে চলে গিয়েছিল তখন দেখা গেছে একদল লোক নিজ জীবনের মায়া ত্যাগ করে করোনা আক্রান্ত লোকের সেবা করেছে বিনা দ্বিধায়। গাউসিয়া কমিটি বাংলাদেশএর মতো আরো অনেক সংগঠন। এ সংগঠনের নিবেদিতপ্রাণ কর্মীরা করোনা কালে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, মুসলিম ধর্মবর্ণ নির্বিশেষে লাশ দাফন, সৎকার করেছে। অতএব আসুন আমরা সকলেই মানবিক হই। মানবতাই পারে বিশ্বকে রাঙাতে আসুন আমরা মানবিক হই।

পূর্ববর্তী নিবন্ধএকটি আদর্শ গ্রামের স্বপ্ন
পরবর্তী নিবন্ধআত্মার পরিশুদ্ধি ও সংযমের মাস রমজান