মানবতা ও মানবসেবাই হলো প্রকৃত ইবাদত

ভাটিয়ারি শাহজাহান (রহ.) মসজিদে লায়ন ইমরান

| শনিবার , ১৪ অক্টোবর, ২০২৩ at ১০:৪৯ পূর্বাহ্ণ

লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান বলেন, মানবতা ও মানবসেবাই হলো প্রকৃত ইবাদত। মহান আল্লাহর নৈকট্য লাভের জন্য মানব কল্যাণের প্রতি আমাদের গভীরভাবে মনোনিবেশ করতে হবে। ভাটিয়ারিস্থ মাদাম বিবির হাটে হযরত শাহজাহান (রহঃ) মাওলানা জামে মসজিদে পবিত্র জুমার নামাজের পূর্বে বক্তৃতাকালে তিনি এ আহ্বান জানান।

সীতাকুণ্ডের কৃতীসন্তান বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক ও রাজনীতিবিদ লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান আরও বলেন, যে সমাজে অপরাধ নেই, সেই সমাজই প্রকৃতপক্ষে সুশিক্ষিত সমাজ। আর, অপরাধমুক্ত সুশিক্ষিত সমাজ গড়ার প্রত্যয়ে আমার রাজনীতিতে পদার্পণ। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবদুর রহমান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমের নেতৃত্বে মসজিদ কমিটির আমন্ত্রণে মুসল্লিদের উপস্থিতিতে দেশ ও দশের সেবা করার উদ্দেশ্যে জনপ্রতিনিধি হিসেবে সুযোগ পেতে তিনি সকলের কাছে দোয়া কামনা করেন। এ সময় মসজিদের খতিব মাওলানা সৈয়দ শাহজাদা আহামদুল হক মাইজভান্ডারী ও পেশইমাম মাওলানা আহমেদ হোসাইন আওলাদ, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ মোজাম্মেল হক, মোহাম্মদ জাফর আহাম্মদ (সওঃ) সহ এলাকার মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাইজভাণ্ডারে ঈদে মিলাদুন্নবী মাহফিল
পরবর্তী নিবন্ধকোতোয়ালী থানা ছাত্রলীগের প্রতিবাদ মিছিল