উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে চীনে পাচারে সময় পাঁচজনকে ঢাকা থেকে উদ্ধার করেছে খাগড়াছড়ি জেলা পুলিশ। এসময় মানব পাচার চক্রের সদস্য জিও সুইওয়ে নামে এক চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার বিকেলে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মুক্তা ধর।
পুলিশ সুপার মুক্তা ধর জানান, ‘গত ২ জুন পানছড়ি থেকে নিখোঁজ হয় দুই কিশোরী। এই ঘটনায় খাগড়াছড়ির পানছড়ি থানার দুইটি সাধারণ ডায়েরির সূত্র ধরে অভিযানে নামে খাগড়াছড়ি জেলা পুলিশ। প্রযুক্তির সাহায্যে গত শনিবার ঢাকার উত্তরা ১২ নং সেক্টরের হরিজেন্টাল ভবনের একটি অভিজাত ফ্ল্যাট থেকে তাদের উদ্ধার করা হয়। ফ্ল্যাটে পানছড়ি থেকে নিখোঁজ ২ কিশোরীসহ ৫জনকে উদ্ধার করা হয়। গ্রেপ্তার জিও সুইওয়ে (৩৪)কে খাগড়াছড়ির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে। এদিকে রোববার সন্ধ্যায় চীনে মানব পাচার চক্রের সদস্য সুমি চাকমা হেলিকে ঢাকার বসুন্ধরা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান পুলিশ সুপার। তাকে আগামীকাল আদালতে হাজির করার কথা রয়েছে।