হাটহাজারীতে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১১ বছরের এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার মেখল ইউনিয়নের চারাবটতল এলাকার জাফরাবাদ মু’আজ বিন জাবাল মাদ্রাসায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষক হাফেজ আব্দুল করিম শাহ (২৮) কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার বাসিন্দা।
একই প্রতিষ্ঠানের শিক্ষক মুরশেদ আলম বলেন, ভিকটিমের মা ঘটনাটি মাদ্রাসা কর্তৃপক্ষকে জানানো পর অভিযুক্ত শিক্ষক কৌশলে পালিয়ে যায়। সে দীর্ঘদিন ধরে এ অনৈতিক কাজটি করছে বলে ভিকটিমের মা জানায়। তবে কেউ এতদিন মুখ না খোলায় তা ধামাচাপা পড়ে ছিল।
সংবাদ পেয়ে থানার সেকেন্ড অফিসার মুকিত ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ভিকটিমের পরিবারকে মামলা দায়ের করতে বলা হয়েছে। মামলা করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনাটি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহিদুল আলমকে জানানো হলে তিনি এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন বলে এলাকাবাসীকে আশ্বস্ত করেন।