প্রতিটি শিক্ষার স্তরে বাজেট বৃদ্ধির প্রয়োজনীয়তা রয়েছে। বাস্তবে শিক্ষা বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশে ৪০ মিলিয়ন শিক্ষার্থী রয়েছে। তাদের ওপর নির্ভর করে বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ। বাংলাদেশের মতো উন্নয়নশীল বাজেট বেশি হওয়ার দরকার। তবে আমি আশা করি আগামীতে শিক্ষা বাজেট বৃদ্ধি পাবে। মাধ্যমিক, উচ্চ ও কারিগরি শিক্ষায় বাজেট বাড়াতে হবে। মাদ্রাসা শিক্ষা, কারিগরি শিক্ষা ও আদিবাসী এবং প্রতিবন্ধী শিশুদের শিক্ষার জন্য বাজেটের বিষয়টা গুরুত্ব দিতে হবে। গত ২০ ফেব্রুয়ারি নগরীর থিয়েটার ইউনিস্টিটি গ্যালারি হলো যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা (জেএসইউএস) ও গণসাক্ষরতা অভিযান ঢাকা আয়োজিত শিক্ষা বাজেট : অংশীজনদের প্রত্যাশা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঞা এ মন্তব্য করেন। জেএসইউএস নির্বাহী পরিচালক ইয়াসমীন পারভীনের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম আবদুর রহমান, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের বোর্ড মেম্বার ড. মোহাম্মদ কামাল উদ্দিন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক (কার্যক্রম) উর্বশী দেওয়ান, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা চৌধুরী আবদুল্লাহ আল মামুন, বায়োজিদ থানা শিক্ষা কর্মকর্তা শফিউল আলম, বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাক শিমুল কান্তি মহাজন, ব্র্যাক জেলা প্রতিনিধি ইনামুল হাসান। জেএসইউএস পিএস খেনি মারমার সঞ্চালনায় মতবিনিময় সভার শুরুতে স্বাগত বক্তব্য ও শিক্ষা বাজেট বিষয়ক আলোচনাপত্রের ধারণাপত্র উপস্থাপন করেন জেএসইউএস ব্যবস্থাপনা উপদেষ্টা কবি প্রাবন্ধিক সাঈদুল আরেফীন ও গণসাক্ষরতা অভিযানের কার্যক্রম ব্যবস্থাপক মো. আবদুর রউফ। মতবিনিময় সভায় শিক্ষার গুণগত মান নিশ্চিত করা, শিক্ষকদের বেতন ভাতা বাড়ানের মাধ্যমে বাজেটে ২০ শতাংশ বাড়ানোসহ জিডিপির ছয় শতাংশ বৃদ্ধিতে বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা জোরদারের প্রস্তাবনা জানিয়ে এতে মুক্ত আলোচনায় অংশ নেন বাংলাদেশ ব্যাংকের সাবেক উপমহাব্যবস্থাপক মো. আকরাম হোসেন, সিডিসি নির্বাহী পরিচালক লুৎফুন্নেসা রূপসা, ঘাসফুলের পিসি সিরাজুল ইসলাম, শিক্ষাবিদ উত্তম কুমার আচার্য, কাপাসগোলা চসিক বালিকা স্কুলের প্রধান শিক্ষক মাকসুদুল ইসলাম, বলুয়ারদীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মল্লিকা বড়ুয়া, দারুল মাদ্রাসার পরিচালক মো. নুরুল হোসাইন, রাইজিং স্টার স্কলের শিক্ষক জয়াবল তপু, এসডিজি ইয়ুথ ফোরাম সাধারণ সম্পাদক নোমান উল্লাহ বাহার, এসএমসি সদস্য মিডিয়া কর্মী আনিস আহমেদ খোকন, প্রতিবন্ধী শিক্ষার্থী ফজলুল আমিন, জান্নাতুল ফেরদাউস সুইটি, আদিবাসী শিক্ষার্থী সুইয়েল তঞ্চজ্ঞ্য প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।