হাটহাজারী মাদার্শা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অম্লান ৭১ এস এস সি ব্যাচের মিলন মেলা ‘৫৪ বছর পর এসে, আবার হলো দেখা’ গত ২৮ ডিসেম্বর বিদ্যালয় মিলনাতয়নে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মো. নজরুল ইসলাম ও হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. ইব্রাহীম চৌধুরীর সভাপতিত্বে প্রবীণ শিক্ষক আবুল হোসেনকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ আলম। বক্তব্য রাখেন ড. মো. শফিউল আলম চৌধুরী, প্রকৌশলী মো. ছলিম উলাাহ, হাবিবুল ইসলাম, মাহাবুবুল আলম প্রমুখ। সভায় বক্তারা যার যার অবস্থান থেকে নৈতিকতা উন্নয়ন, মানবিকতাসহ সমাজে কল্যাণমুখী কাজে অবদান রাখতে সচেষ্ট হওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। প্রাক্তন ছাত্র মো. ফয়েজ উল্লাহর সঞ্চালনায় শেষ পর্যায়ে ৭১ ব্যাচের পক্ষ থেকে বিদ্যালয়ে প্রধান শিক্ষকের হাতে বিজ্ঞান ল্যাবের জন্য মূল্যবান সরঞ্জাম উপহার প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












