মাদারবাড়ীতে মেধাবী ১১ শিক্ষার্থী পেল নগদ টাকা

| বুধবার , ৩ মার্চ, ২০২১ at ১২:২৪ অপরাহ্ণ

আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপন উপলক্ষে মাদারবাড়ী এলাকায় মুক্তকণ্ঠ গ্রীনের উদ্যোগে স্থানীয় মেধাবী ১১ শিক্ষার্থীর মাঝে নগদ অর্থ প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের গভর্নিং বডির চেয়ারম্যান ও জেলা নাজির মো. জামাল উদ্দিন। সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন মোহাম্মদ আলমগীর। বিশেষ অতিথি ছিলেন তানভির মুরাদ জনি, শামিম আহম্মেদ, রায়হান উদ্দিন রুবেল ও মো. ইমতিয়াজ। উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সদস্য আবদুল মোতালেব মুন্সি, সদস্য আসলাম হোসেন, শামিম আজাদ রুবেল, মো. ইউসুফ ও আবদুল মালেক জুয়েল। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএ এইচ এম আব্দুল বাকীর মৃত্যুবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধবিজিএমইএ নির্বাচন : ফোরাম চট্টগ্রামের প্রচারণা শুরু