মাদারবাড়িতে চসিকের ৭ একর জায়গা উদ্ধার

শতাধিক স্থাপনা উচ্ছেদ

আজাদী প্রতিবেদন | সোমবার , ৯ নভেম্বর, ২০২০ at ৫:৩৯ পূর্বাহ্ণ

নগরের মাদারবাড়ি পোর্ট সিটি হাউজিংয়ের বেহাত হওয়া সাত একর জায়গা উদ্ধার করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জাহানারা ফেরদৌসের নেতৃত্বে গতকাল রোববার চলে উচ্ছেদ অভিযান। এসময় শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানে অংশ নেন চসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মুফিদুল আলম।
চসিক সূত্রে জানা গেছে, ১৯৯৭ সালের ১১ নভেম্বর মাদারবাড়িতে চসিককে ৭ দশমিক ২৪ একর ভূমি বরাদ্দ দেয় রেলওয়ে পূর্বাঞ্চল। এ জমির মূল্য ধরা হয় ১৩ কোটি ৯৩ লাখ ২১ হাজার ৩২০ টাকা। এর মধ্যে দুই কিস্তিতে মোট ৩ কোটি ৯৮ লাখ ৩০ হাজার টাকা পরিশোধ করে জমির দখল গ্রহণ করে চসিক। পরবর্তীতে সেখানে আবাসন প্রকল্প পোর্ট সিটি হাউজিং গড়ে তোলে চসিক এবং প্লটও বরাদ্দ দেয়। পরে মামলাজনিত কারণে গ্রাহকদের প্লট বুঝিয়ে দিতে পারেনি চসিক। এ সুযোগে অবৈধভাবে দখল নিয়ে সেখানে স্থাপনা গড়ে তুলে একটি মহল।
গতকাল তাদের উচ্ছেদ করা হয়। সরেজমিনে দেখা গেছে, ২০টির মতো সেমিপাকা বসতঘর নির্মাণ করা হয়। আরো প্রায় অর্ধশতাধিক কাঁচা বসতঘর আছে। বাকিগুলো ছিল দোকানপাট।

পূর্ববর্তী নিবন্ধসংক্রমণের ২৮ দিন পরও শরীরে ভাইরাসের অস্তিত্ব!
পরবর্তী নিবন্ধমানবিক সেবায় গাউসিয়া কমিটি কাজ করে যাচ্ছে