মাদারবাড়ি উদয়ন সংঘের ফুটবল কমিটি গঠিত

| বৃহস্পতিবার , ৮ সেপ্টেম্বর, ২০২২ at ৫:৪৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা এবং চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে অংশ নেওয়া মাদারবাড়ি উদয়ন সংঘের ফুটবল কমিটি গঠনকল্পে এক সভা ক্লাবের নির্বাহি সদস্য এবং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়েরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে আলিস এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন রোমানকে সভাপতি, সেলিম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সেলিম খলিফাকে সম্পাদক, মর্নিং গ্লোরী ফ্যাশন লিঃ এর স্বত্তাধিকারী মনির উদ্দিনকে টিম ম্যানেজার এবং তৌহিদ এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী ফখরুল ইসলাম ও শুকতারা ট্রান্সপোর্ট এর স্বত্তাধিকারী জসিম উদ্দিনকে সহ সম্পাদক করে ফুটবল কমিটি গঠন করা হয়। সভাং আশা প্রকাশ করা হয় এই কমিটির নেতৃত্বে লিগে মাদারবাড়ি উদয়ন সংঘ তাদের ঐতিহ্য ধরে রাখতে সক্ষম হবে।

পূর্ববর্তী নিবন্ধচান্দগাঁওয়ে চোলাই মদসহ গ্রেপ্তার ২
পরবর্তী নিবন্ধডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় পাঁচ সাংবাদিকের জামিন