মাদারবাড়ি উদয়ন সংঘের প্রধান উপদেষ্টা সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন

| মঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:২৩ পূর্বাহ্ণ

সিজেকেএস প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে টানা দু’বারের চ্যাম্পিয়ন মাদারবাড়ি উদয়ন সংঘের প্রধান উপদেষ্টা মনোনীত হয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। ষাট বছরের পুরোনো, মাঝিরঘাট এলাকার ঐতিহ্যবাহী এ সংগঠনের প্রধান উপদেষ্টা মনোনীত করে সংগঠনের কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে গত ১৯ ফেব্রুয়ারি চসিক কার্যালয়ে সিটি মেয়রকে শুভেচ্ছা জানান মাদারবাড়ি উদয়ন সংঘের সাধারণ সম্পাদক নুরুল আমিন, ফুটবল কমিটির কোচেয়ারম্যান সাব্বির আহমদ, ফুটবল কমিটির সদস্য মুক্তার আহমেদ তন্ময় প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় এনএবি ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধমাতৃভাষা দিবস উপলক্ষে প্রীতি দাবা প্রতিযোগিতা