‘মাদার তেরেসা’ পুরস্কার শেখ কামালকে উৎসর্গ করলেন তরফদার রুহুল আমীন

| শুক্রবার , ১৬ সেপ্টেম্বর, ২০২২ at ৬:৫৪ পূর্বাহ্ণ

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন গত ২৬ আগস্ট ‘মাদার তেরেসা’ আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হন। আর সে সম্মাননা স্মারকটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র কামালকে উৎর্সগ করেন তিনি। ‘মাদার তেরেসা’ পুরস্কার পাওয়ায় গতকাল শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে তরফদার রুহুল আমিনকে সংবর্ধনা প্রদান করে জাতীয় ক্রীড়া ফেডারেশন ফোরাম। অনুষ্ঠানে তরফদার রুহুল আমীন জানান, মাদার তেরেসা পুরস্কার প্রাপ্তি তার নিজের একার নয় বরং বাঙালি জাতির অর্জন। তিনি বলেন, আমি যে সম্মাননা পেয়েছি মাদার তেরেসা আন্তর্জাতিক পুরস্কার এটা আধুনিক ক্রীড়াঙ্গনের রূপকার, স্বাধীনতা পরবর্তী যুবসমাজকে যিনি সঠিক পথের দিশা দিয়েছেন; ১৯৭৫ সালের কালরাতে যিনি ঘাতকের বুলেটে শাহাদাত বরণ করেছেন সেই ক্রীড়া সংগঠক ক্যাপ্টেন শহীদ শেখ কামালকে এই পুরস্কার উৎসর্গ করছি। ওনার নামে এটা আমি দিয়ে যাচ্ছি।
যেদিন আমি এই পুরস্কার পেয়েছি সেদিনই আমার মনের মধ্যে এটা ছিল যে পুরস্কারটি ক্যাপ্টেন শেখ কামালকে উৎসর্গ করব। আমাদের দেশ যদি স্বাধীন না হতো, শহীদ ক্যাপ্টেন শেখ কামালের মতো সংগঠক যদি না থাকতেন তাহলে আমাদের ক্রীড়াঙ্গন কিছুতেই এগুতে পারত না। অনুষ্ঠানে সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক আরও বলেন, আমি ব্যক্তিগতভাবে দীর্ঘদিন ধরে খেলাধুলাকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছি এবং আজকের যে সংবর্ধনা অনুষ্ঠান আমাকে যে মাদার তেরেসা আন্তর্জাতিক অ্যাওয়ার্ড দেয়া হয়েছে আসলে এই অ্যাওয়ার্ড আমার একার না। আপনাদের সকলের। বাঙালি জাতির অ্যাওয়ার্ড এটা। আমি শুধু এটা ভারত থেকে বহন করে নিয়ে এসেছি মাত্র। বাঙালি জাতি এটার জন্য গর্বিত। আপনারা যারা ক্রীড়ার সঙ্গে আছেন এবং আমরা যারা দীর্ঘদিন ধরে এক সঙ্গে কাজ করে যাচ্ছি। এটা আপনাদের সকলের প্রাপ্য। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাইফ পাওয়ারটেক লিঃ এর পরিচালক তরফদার মোহাম্মদ রুহুল সাইফ, ভলিবল ফেডারেশনের সাধারন সম্পাদক আশিকুর রহমান মিকু, হ্যান্ডবল ফেডারেশনের সাধারন সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, আর্চারি ফেডারেশনের সাধারন সম্পাদক কাজি রাজিব উদ্দিন আহমেদ চপল সহ বিভিন্ন ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধমোহামেডান ব্লুজের সভা
পরবর্তী নিবন্ধআমিরাতে বাংলাদেশ খেলবে দুটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ