মাদরাসা শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে

দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে সুজন

| শনিবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:১৫ পূর্বাহ্ণ

মাদরাসা শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। গতকাল বৃহস্পতিবার সকালে হযরত শাহছুফী মঈনুদ্দীন শাহ্‌ (.) মাদরাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর একান্ত আগ্রহে মাদরাসা শিক্ষায় ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে। মাদরাসা শিক্ষাকে মূলধারার শিক্ষার সঙ্গে সংযুক্ত করে মাদরাসা শিক্ষার্থীদের জ্ঞান আহরণের দ্বারকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। পাশাপাশি এখন মাদরাসা শিক্ষার সঙ্গে কম্পিউটার শিক্ষাকে সংযুক্ত করা হয়েছে। এছাড়া মূল শিক্ষার পাশাপাশি বিভিন্ন কোর্সের শিক্ষার মধ্য দিয়ে মাদরাসা শিক্ষার্থীদের আধুনিক শিক্ষা ব্যবস্থার সাথে পরিচিত করার সুযোগ করে দেওয়া হয়েছে। মাদরাসা শিক্ষায় পড়ালেখা করে এখন শিক্ষার্থীদের উন্নত জ্ঞান আহরণের যথেষ্ট সুযোগ রয়েছে। এখন মাদরাসা শিক্ষার্থীদের সে সুযোগকে কাজে লাগাতে হবে। মাদরাসা গভর্নিং বডির সভাপতি আরো বলেন, অল্প কয়েকদিনের মধ্যে দাখিল পরীক্ষা শুরু হবে। তাই শিক্ষার্থীদের সবকিছু বাদ দিয়ে পড়ালেখায় মনোনিবেশ করতে হবে। এখন অযথা ফেসবুক, ইউটিউব ও ইন্টারনেট ঘাটাঘাটি না করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।

মাদরাসা সুপারিনটেনডেন্ট মো. আলী নেওয়াজের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন হযরত শাহ্‌ছুফী মঈনুদ্দীন শাহ (.) মসজিদ কমপ্লেক্স এর সাধারণ সম্পাদক মনজুরুল আলম, মাদরাসা গভর্নিং বডির সদস্য নেছার আহমদ, মো. লোকমান, মো. মনির ও মাদরাসার সহকারী সুপারিনটেনডেন্ট মুজিব উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধধর্ষণ-নারী নির্যাতনের বিচারের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিক্ষোভ
পরবর্তী নিবন্ধরাউজানে স্বেচ্ছাশ্রমে মাটি কেটে রাস্তা প্রশস্ত করলো এলাকাবাসী