মাদরাসা শিক্ষার্থীদের দেশের উন্নয়নে অবদান রাখতে হবে

বুড়িশ্চর জিয়াউল উলুম মাদরাসায় ব্যারিস্টার আনিস

| মঙ্গলবার , ১২ মার্চ, ২০২৪ at ১০:৪৪ পূর্বাহ্ণ

বিরোধী দলীয় সংসদ উপনেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এম পি বলেছেন, মাদরাসা শিক্ষার্থীদের দেশজাতির সামগ্রিক উন্নয়নে এগিয়ে আসতে হবে। তিনি আসন্ন মাহে রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার মধ্যে রাখার জন্য ব্যবসায়ীদের আহ্বান জানান। তিনি গত ৮ মার্চ হাটহাজারী বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদরাসার ৬৮ তম বার্ষিক সভা ও প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জাফর আহমদ সিদ্দিকী (রহ:)’র ৩০ তম বেছাল শরীফ উপলক্ষে আয়োজিত ২দিন ব্যাপী মাহফিলের সমাপনী দিবসের শেষ অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।

অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দিনের সভাপতিত্বে ও আবু তাহের ফারুকী ও মোহাম্মদ তানভীর কুতুবীর সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে তকরীর পেশ করেন গাজী শফিউল আলম নেজামী, সাইফুল আজম বাবর। বিশেষ অতিথি ছিলেন মাদরাসা গভর্নিং বডির সভাপত্বি ইউনুস গনি চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগ নেতা শাহ নেওয়াজ চৌধুরী, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জাহেদ হোসেন, মুহাম্মদ মাসুম কামাল, হাফেজ মুহাম্মদ আমিন, মুহাম্মদ মুসলিম উদ্দিন, ইঞ্জিনিয়ার মুহাম্মদ আবুল কালাম, মুহাম্মদ হোসাইন মুনিরী, মুহাম্মদ ফোরকান বাবু, মোহাম্মদ মনসুর আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মানসিক স্বাস্থ্যের বিকল্প নেই
পরবর্তী নিবন্ধইসলামী সংস্কৃতি পরিষদের আলোচনা সভা