বাঁশখালীর কালীপুর ইউনিয়নের কোকদন্ডী ইসলামিয়া ছৈয়দ শাহ বারিয়া (রহ.) মজিদিয়া (রহ.) সিনিয়র মাদরাসার বার্ষিক মাহফিল গতকাল শনিবার অনুষ্টিত হয়। পীরে কামেল শাহছুফী মাওলানা আবদুচ ছালামা’র (ম.জি.আ) সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও বোয়ালখালীর সাংসদ মোছলেম উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী। অতিথি ছিলেন দক্ষিণ জেলা আ.লীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান আ.ন.ম শাহাদত আলম, চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, আ.ন.ম ফারহাদুল ইসলাম প্রমুখ। এর আগে বাঁশখালী উপজেলা সদরের আ.লীগের নিজস্ব জায়গার চলমান উন্নয়নকাজ পরিদর্শন করেন মোছলেম উদ্দিন চৌধুরী ও মোস্তাফিজুর রহমান চৌধুরীসহ আ.লীগ নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, মাদরাসা শিক্ষার উন্নয়নে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে।












