মাদকবিরোধী দিবসে রেড ক্রিসেন্টের সচেতনতা কার্যক্রম

| সোমবার , ২৮ জুন, ২০২১ at ৭:৫০ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে ‘মাদক বিষয়ে হই সচেতন, বাঁচাই প্রজন্ম, বাঁচাই জীবন’- প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের উদ্যোগে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের বাস্তবায়নে নগরীর জিইসি, কাজীর দেউরি, চকবাজার, নিউ মার্কেট সহ আশপাশের এলাকায় যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব প্রধান গাজী ইফতেকার হোসেন ইমুর নেতৃত্বে মাদক আসক্ত হওয়ার কুফল নিয়ে পথচারী, বিভিন্ন শ্রেণির মানুষকে লিফলেট বিতরণ ও সচেতনতামূলক মাইকিংয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে যুব স্বেচ্ছাসেবকরা। কার্যক্রম পরিচালনাকালে ডা. শেখ শফিউল আজম বলেন, মাদকদ্রব্যের করাল গ্রাস থেকে যুব সমাজকে রক্ষায় মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদক ব্যবসায় জড়িতদের বিরুদ্ধে আমাদের সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধব্যবসায়ী মুসা বাদশাহ’র ইন্তেকাল
পরবর্তী নিবন্ধহৃদয়ে মেখল সংগঠন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন