মাদক মামলায় দুজনের ১০ বছরের কারাদণ্ড

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৩ জুন, ২০২৩ at ৫:৩৩ পূর্বাহ্ণ

চকবাজার থানাধীন আমিরবাগ আবাসিক এলাকার একটি ফ্ল্যাট থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধারের মামলায় দুই ব্যক্তিকে ১০ বছরের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন খাগড়াছড়ির মানিকছড়ি থানাধীন পাঞ্জারাম পাড়া এলাকার আব্দুস সালামের ছেলে মো. আলমগীর ও কক্সবাজার সদর থানার টেকপাড়া এলাকার মৃত সুলতান আহমদের ছেলে মো. আইয়ুব আলী।

গতকাল চট্টগ্রামের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সেলিম মিয়া এই রায় ঘোষণা করেন। এ সময় মো. আলমগীর কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। অপরজন মো. আয়ুব আলী জামিনে গিয়ে পলাতক আছেন। তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী সেকান্দর আলী আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ছয়জন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক এই রায় ঘোষণা করেছেন। আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ২৫ অক্টোবর চকবাজার থানাধীন মেহেদীবাগের আমিরবাগ আবাসিক এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবাসহ মো. আলমগীর ও মো. আইয়ুব আলীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এ ঘটনায় দুজনের বিরুদ্ধে চকবাজার থানায় মামলা দায়ের হয়। পরের বছরের ৭ জানুয়ারি দুজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল হলে আদালত চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১১০ শিক্ষার্থী পেল প্রধানমন্ত্রীর শিক্ষাসামগ্রী
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে এসিবাস থেকে ২ লক্ষ টাকার গাঁজা ও ফেন্সিডিল আটক