মাদক মামলায় ট্রাক চালক ও হেলপারের যাবজ্জীবন

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৪ সেপ্টেম্বর, ২০২২ at ১১:০৯ পূর্বাহ্ণ

নগরীর বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকা থেকে ১০ কেজি ১০০ গ্রাম ইয়াবা উদ্ধারের একটি মামলায় ট্রাক চালক ও হেলপারকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও ১ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। তারা হলেন, কঙবাজার জেলার রামু থানার পশ্চিম খোয়াংগা এলাকার রশিদ আহম্মেদের ছেলে হেলপার জমির উদ্দিন ও একই থানার থোয়াংগা কাটা এলাকার শামসুল আলমের ছেলে চালক মোহাম্ম আলম। গতকাল চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় ঘোষণা করেন।
এ সময় দুজনই কাঠগড়ায় হাজির ছিলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আবু জাফর আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ৯ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দিয়েছেন। আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৪ সেপ্টেম্বর ১০ কেজি ১০০ গ্রাম ইয়াবাসহ যাবজ্জীবনপ্রাপ্ত দুইজনকে একটি ট্রাকসহ আটক করা হয়। পরে এই ঘটনায় বাকলিয়া থানায় মাদক আইনে তাদের বিরুদ্ধে একটি মামলা হয়। পরবর্তীতে একই বছরের ১ ডিসেম্বর তদন্ত কর্মকর্তা দুইজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

পূর্ববর্তী নিবন্ধসিআইইউর দ্বিতীয় অ্যাডমিশন টেস্ট
পরবর্তী নিবন্ধদেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম : এম এ মোতালেব