চট্টগ্রাম নগরীতে পৃথক দুটি অভিযান পরিচালনা করে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ আলী আশ্রাফ (২৫) এবং আসামি মোঃ ফজলুর রহমান প্রকাশ মাসুম (২৯)কে গ্রেফতার করেছে র্যাব-৭।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, গকিাল ১০ ফেব্রুয়ারি নগরীর পাহাড়তলী থানাধীন লোহারপুল সরাইপাড়া থেকে মোঃ আলী আশ্রাফ এবং সাগরিকা মোড় এলাকা থেকে মোঃ ফজলুর রহমান প্রকাশ মাসুমকে গ্রেফতার করা হয়।
মোঃ আলী আশ্রাফ ফেনী জেলা ফুলগাজী থানাধীন আনন্দপুর এলাকার মৃত আলী আহমেদের ছেলে এবং মোঃ ফজলুর রহমান প্রকাশ মাসুম একই এলাকার মৃত মিজানুর রহমানের ছেলে।
র্যাব-৭ সূত্রে আরো জানা যায়, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, গ্রেফতারকৃত মোঃ আলী আশ্রাফ ফেনী জেলার ফেনী মডেল থানার ২টি মামলায় ০১ বছর ০৬ মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি এবং মোঃ ফজলুর রহমান প্রকাশ মাসু ফেনী জেলার ফুলগাজী থানার মামলার ১ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিদের সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদেরকে ফেনী জেলার ফুলগাজী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।