মাদক মামলায় পিকআপ চালক-হেলপারের যাবজ্জীবন

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২২ আগস্ট, ২০২৩ at ১০:২৫ পূর্বাহ্ণ

পাহাড়তলীর কর্ণেলহাট থেকে ১৩৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তারা হলেন, কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ির ফরিদুল আলমের ছেলে এবং পিকআপ চালক মো. নুরুল হুদা ও চকরিয়ার ৮ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল বারীর ছেলে হেলপার মো. জামাল হোসেন।

গতকাল চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ জসিম উদ্দিন এই রায় ঘোষণা করেন। এ সময় দুই আসামি কাঠগড়ায় অনুপস্থিত ছিলেন। পরে তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী কেশব নাথ আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ৭ জন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক এই রায় ঘোষণা করেছেন। আদালতসূত্র জানায়, ২০১২ সালের ২৭ অক্টোবর কর্ণেলহাটের বহুতল বিপণী বিতানের সামনে থেকে দণ্ডপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় ১৩৫০ বোতল ফেন্সিডিলের পাশাপাশি একটি পিকআপ গাড়ীও উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এরপর ২০১৩ সালের ৭ ফেব্রুয়ারী দুজনের বিরুদ্ধে চার্জগঠনের মাধ্যমে বিচার শুরু হয়।

পূর্ববর্তী নিবন্ধগভীর সাগরে ইঞ্জিন বিকল ১৩ জেলে উদ্ধার
পরবর্তী নিবন্ধসিভিল সার্জন অফিসে প্রতারণাকালে একজন গ্রেপ্তার