‘মাদক ব্যবসায় বাধা দেয়ায়’ যুবকের টেক্সি চুরি

বোয়ালখালী প্রতিনিধি | সোমবার , ২০ নভেম্বর, ২০২৩ at ৯:৫৮ পূর্বাহ্ণ

খালাতো ভাই আর ব্যাংক থেকে ঋণ নিয়ে একটি টেক্সি কিনেছিলেন কুতুব উদ্দীন বোরহান (২৭)। গত শনিবার রাতে বাড়ির আঙিনায় গাড়ি রাখলেও গতকাল সকালে দেখতে পান সেখানে গাড়ি নেই, চুরি হয়েছে। বোয়ালখালী আমুচিয়া ইউনিয়নের মুন্সি চেয়ারম্যানের বাড়ির মৃত নুরুল ইসলামের ছেলে বোরহানের চুরি হওয়া গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর চট্টগ্রাম থ১৪৯৪০১।

কুতুব উদ্দীন বোরহান বলেন, খালাতো ভাই ও ব্যাংক থেকে টাকা নেয়ার পর নিজের সঞ্চিত কিছু টাকা দিয়ে গত রমজানে গাড়িটি কিনেছিলাম। এলাকার কিছু মাদক ব্যবসায়ী প্রকাশ্যে দিন দুপুরে ইয়াবা ও মদ বিক্রি করে। তাদের বাধা দেয়ায় তারা আমার গাড়ি চুরি করেছে বলে ধারণা করছি। বোয়ালখালী থানায় অভিযোগ করলেও এখনো আমার গাড়ির কোনো খোঁজ মিলেনি। তবে পুলিশ বেশ কয়েকবার ঐ মাদক ব্যবসায়ীদের বাড়িতে গেলে তাদের কোন খোঁজ পাওয়া যায়নি। বাড়িতে পুলিশ যাওয়ার খবর পেয়ে বিভিন্নভাবে আমাকে মেরে ফেলার হুমকিও দিচ্ছে তারা। আমি এখন জীবনের নিরাপত্তায় ভুগছি। গাড়ি না পেলে কীভাবে ঋণের টাকা শোধ করব বলে হাউমাঁউ করে কাঁদতে থাকেন বোরহান।

থানার ওসি আছহাব উদ্দীন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। সন্দেহভাজনদের ধরার চেষ্টা চলছে। ধরতে পারলে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা যাবে গাড়িটি তারা চুরি করেছে কিনা।

পূর্ববর্তী নিবন্ধচকলেটের লোভে আটকে যাওয়া ট্রাক্টরে ধাক্কা দিতে গেল শিশুরা, চাপায় পড়ে এক শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধআনোয়ারায় ১০ হাজার টন শিম উৎপাদনের আশা