আনোয়ারায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ মানিক (৩২) নামে এক যুবক নিহত হয়েছে। গত সোমবার দিবাগত রাত সাড়ে ৯টায় উপজেলার পরৈকোড়া ইউনিয়নের পূর্ব কৈন্যারা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আনোয়ারা থানায় অভিযুক্ত মো. রাসেল (৩৫), নইম উদ্দীন (৩২) ও অজ্ঞাত দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে।
এছাড়া নিহত মানিকের পক্ষের লোকজন গতকাল রাত ৮টায় অভিযুক্ত মো. রাসেলের বসতঘরে হামলা, ভাঙচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আনোয়ারা থানার পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
পুলিশ জানায়, মাদক ব্যবসা ও পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে হত্যার ঘটনা ঘটেছে। নিহত মোহাম্মদ মানিক পরৈকোড়া ইউনিয়নের ভিংরোল গ্রামের মোহাম্মদ ছৈয়দের পুত্র। তিনি পেশায় বাসের হেলপার ছিলেন।
ঘটনার বিষয়ে নিহতের ভাই মোহাম্মদ বাবুল বলেন, আমার ভাই মানিক স্থানীয় মো. রাসেলের কাছে পাওনা টাকা চাইতে গেলে গত রাতে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাসেল ও নঈম আমার ভাই মানিককে ছুরিকাঘাত করে আহত করে। ঘটনার পর মানিককে প্রথমে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে রাত ২টায় সে মারা যায়। এদিকে গতকাল রাত ৮টার দিকে একদল লোক রাসেলের বসতঘরে ভাংচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দেয়। আনোয়ারা ফায়ার সার্ভিসের অফিসার মো. ইউছুফ জানান, আগুন লাগার খবর পেয়ে আমাদের ফোর্স ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন জানান, নিহত মাদক ব্যবসায়ী মোহাম্মদ মানিক ও হত্যা মামলার প্রধান আসামি দুজনেই মাদক কারবারী। দুই জনের বিরুদ্ধে থানায় মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে। গত রাতে মানিকের পক্ষের লোকজন রাসেলের বসতঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আসামিরে গ্রেপ্তারে অভিযান চলছে।