মাদক প্রতিরোধে কারিতাসের মতবিনিময় সভা

| শনিবার , ২৬ আগস্ট, ২০২৩ at ৫:১১ পূর্বাহ্ণ

সুস্থতাগামী মাদকনির্ভর ব্যক্তিদের সামাজিক পুনর্বাসনে কাজ করা বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চলের পরিচালনাধীন ‘ইকোনমিক রিইন্টিগ্রেশন অফ ড্রাগস রিকভারিজ’ প্রকল্পের উদ্যোগে একটি মতবিনিময় সভা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা মাদক প্রতিরোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণের উপর গুরুত্বারোপ করেন।

প্রকল্পের মনিটরিং এন্ড জব প্লেসমেন্ট অফিসার মোহাম্মদ শাহরিয়ার হোসেন শিমুলের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৩৪নং পাথরঘাটা ওয়ার্ড কাউন্সিলর পুলক খাস্তগীর। সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রোর উপ পরিচালক মুকুল জ্যোতি চাকমা। আরও উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সৌমেন মন্ডল, বিভিন্ন জোনের দায়িত্বপ্রাপ্ত পরিদর্শকবৃন্দ, অপরাজেয় বাংলাদেশের সেন্টার ইনচার্জ জিনাত আলম, : : বাকলিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শফিউল আজম হিরো, একেএম ইকবাল হোসেন, আবদুল জলিল, পিল্টন তালুকদার, সুমিতা ভট্টাচার্য, তানিয়া সুলতানাসহ আরও অনেকে।

সভা শেষে মাদকাসক্তি থেকে সুস্থতাপ্রাপ্ত ৪ জনকে ক্ষুদ্র ব্যবসা পরিচালনা করার লক্ষ্যে শর্তহীন নগদ ১০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়। এ পর্যন্ত ৭৬ সুস্থতাগামী জন নারী এবং পুরুষ অর্থ সহায়তা প্রদান করেছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইনসানিয়াত বিপ্লব পটিয়া উপজেলার প্রস্তুতি সভা
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে উপজেলা যুবদলের মতবিনিময়