মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে ধানের শীষ আজ সময়ের দাবি

বক্সিরহাটে জনসভায় বিএনপি নেতা আবু সুফিয়ান

| শনিবার , ৩১ জানুয়ারি, ২০২৬ at ৫:৫৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম(কোতোয়ালীবাকলিয়া) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আলহাজ্ব আবু সুফিয়ানের সমর্থনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার চট্টগ্রাম মহানগরীর বক্সিরহাট ওয়ার্ডে আয়োজিত এই সভায় ধানের শীষের পক্ষে গণজোয়ারের ডাক দেন বক্তারা।

বক্সিরহাট ওয়ার্ড ধানের শীষ সমর্থক গোষ্ঠীর উদ্যোগে আয়োজিত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাবেক সদস্য সচিব ও কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আবুল হাসেম বক্কর। তিনি বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করা আমাদের প্রধান লক্ষ্য। এই লড়াইয়ে জয়ী হতে হলে ধানের শীষে ভোট দিয়ে আবু সুফিয়ানকে জয়যুক্ত করার কোনো বিকল্প নেই। প্রোগ্রামে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। তিনি বলেন দেশনায়ক তারেক রহমানকে এই দেশের জনগণ আগামীর প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক ভারাপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ সবুর, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য আনোয়ার হোসেন লিপু, বিএনপি নেতা এ্যাডভোকেট তারিক আহম্মেদ, আলহাজ্ব মোহাম্মদ হাজ্বী বেলাল, হাজ্বী নুরুল আকতার সওদাগর, আলহাজ্ব জাকির হোসেন, আলহাজ্ব জসিম উদ্দীন মিন্টু, হাজ্বী মফিজ উল্লাহ্‌ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আবু সুফিয়ান ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, চট্টগ্রামের উন্নয়নের স্বার্থে এবং একটি মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে ধানের শীষ আজ সময়ের দাবি। আগামী ১২ ফেব্রুয়ারি আপনারা ভয়ভীতি উপেক্ষা করে ভোটকেন্দ্রে গিয়ে আপনাদের নাগরিক অধিকার প্রতিষ্ঠা করবেন। জনসভায় সভাপতিত্ব করেন বক্সিরহাট ওয়ার্ড বিএনপি নেতা ও কোতোয়ালী থানা বিএনপির সাবেক যুগ্মসম্পাদক সাইফুল ইসলাম সেলিম। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন কোতোয়ালী থানা বিএনপির সাবেক সদস্য ফেরদৌস ওয়াহিদ এবং চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্মআহ্বায়ক এন মোহাম্মদ রিমন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআজ হযরত বায়েজিদ বোস্তামীর (রা.) বার্ষিক ওরশ
পরবর্তী নিবন্ধনারী সাংবাদিকতার পথিকৃৎ নূরজাহান বেগম