মাদক উৎপাদন করে বিক্রি করতেন এমন ২২ জন এখন মাদক উৎপাদন না করার অঙ্গীকার করেছেন। এমন ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করে সমাজে ভালো নজির সৃষ্টি করায় এই ২২ ব্যক্তিকে আনুষ্ঠানিকভাবে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। গতকাল কাপ্তাই উপজেলার চিৎমরম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত মাদক বিরোধী এক অনুষ্ঠানে এই অনুদান প্রদান করা হয়। ‘মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান, দেশের যুব সমাজকে বাঁচান’ এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য ক্যওসিং মং।প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. নাজমুল হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার আঁখি তালুকদার ও চিৎমরম ইউপি চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী। উপস্থিত ছিলেন চিৎমরম ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হ্লাথোয়াইখই মারমা, চিৎমরম আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, স্থানীয় ইউপি মেম্বার মো. সিরাজুল ইসলাম, ক্যপ্রু চৌধুরী এবং ক্যওসাইন মারমা। এর আগে মাদক বিরোধী এক র্যালি চিৎমরম বাজার এলাকা প্রদক্ষিণ করে।
রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য ক্যওসিং মং বলেন, আমরা সমাজ থেকে বিশেষ করে যুব সমাজকে মাদকের ছোঁয়া থেকে দূরে রাখতে চাই। তবে অনেকে মাদক উৎপাদন ও বিক্রি করে জীবীকা নির্বাহ করেন। আগে তাদেরকে পুনর্বাসিত করতে হবে। আর সেই লক্ষ্যকে সামনে রেখে যারা মাদক উৎপাদন করেন তাদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নিতে হবে। অনুষ্ঠানে ২০ জন জেলের মাঝে মাছ ধরার জাল বিতরণ করা হয়। এছাড়াও স্থানীয় ৩টি প্রাথমিক বিদ্যালয়ের ২ শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।